Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলতি মাসেই শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। দুই ম্যাচের এ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। ম্যাচ দুইটিই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য সাকিব আল হাসানকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন টাইগার অলরাউন্ডার।

ঘরের মাটিতে আসন্ন প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। যদিও টাইগার এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সরকারের তরফে সবুজ সংকেত পাওয়া গিয়েছিল কদিন আগে। সর্বশেষ বিসিবির তরফেও ইতিবাচক সাড়া পাওয়া যায়।

এবার সাকিবকে নিয়েই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমেরিকা থেকে দেশে ফিরছেন সাকিব। ঢাকায় নেমেই টিমের সঙ্গে যোগ দেবেন তিনি।

১৫ সদস্যের দলে বাংলাদেশের লাল বলের ক্রিকেটে সর্বশেষ ভারত সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। এছাড়া ইনজুরির কারণে ভারতে সিরিজের পর প্রোটিয়া সিরিজেও নেই এই পেসার। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।
সঙ্গে বোলিং ইউনিটে আছেন তিন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। ভারত সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া জাকের আলী অনিকও আছেন দলে। এখনও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন জাকের।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর। মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর দুই দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

মিরপুর টেস্টের বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা

প্রকাশের সময় : ০৫:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

চলতি মাসেই শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। দুই ম্যাচের এ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। ম্যাচ দুইটিই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য সাকিব আল হাসানকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন টাইগার অলরাউন্ডার।

ঘরের মাটিতে আসন্ন প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। যদিও টাইগার এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সরকারের তরফে সবুজ সংকেত পাওয়া গিয়েছিল কদিন আগে। সর্বশেষ বিসিবির তরফেও ইতিবাচক সাড়া পাওয়া যায়।

এবার সাকিবকে নিয়েই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমেরিকা থেকে দেশে ফিরছেন সাকিব। ঢাকায় নেমেই টিমের সঙ্গে যোগ দেবেন তিনি।

১৫ সদস্যের দলে বাংলাদেশের লাল বলের ক্রিকেটে সর্বশেষ ভারত সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। এছাড়া ইনজুরির কারণে ভারতে সিরিজের পর প্রোটিয়া সিরিজেও নেই এই পেসার। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।
সঙ্গে বোলিং ইউনিটে আছেন তিন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। ভারত সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া জাকের আলী অনিকও আছেন দলে। এখনও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন জাকের।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর। মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর দুই দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

মিরপুর টেস্টের বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।