Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধ আমেরিকানদের তালিকায় সাংবাদিকসহ আরও ৯২ জনকে সংযোজন করেছেন রাশিয়া।

বুধবার (২৮ আগস্ট) এই ঘোষণা দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধদের মধ্যে পূর্বে রাশিয়ায় কাজ করেছিলেন এমন কিছু সাংবাদিক এবং আইন প্রয়োগকারী ও ব্যবসায়ীরা রয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর একটি কৌশলগত পরাজয় ঘটানো ঘোষিত লক্ষ্য অর্জনে বাইডেন প্রশাসনের রুসোফোবিক প্রচারণার প্রতিক্রিয়া হিসেবে’ এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ সাংবাদিকরা “রাশিয়া এবং রুশ সশস্ত্র বাহিনী সম্পর্কে ‘ভুয়া’ খবর তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ‘নেতৃস্থানীয় উদারপন্থি-বিশ্ববাদী প্রকাশনার প্রতিনিধিত্ব করে।

নিষিদ্ধ আমেরিকানদের নতুন তালিকায় ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)-এর প্রধান সম্পাদক এমা টাকার সহ ১১ জন বর্তমান বা সাবেক সংবাদ কর্মী অন্তর্ভুক্ত রয়েছেন। তিনি বারবার ডব্লিউএসজে রিপোর্টার ইভান গারশকোভিচের গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ও দোষী সাব্যস্ত হওয়ার জন্য রাশিয়ার সমালোচনা করেছিলেন। আগস্টে বন্দি বিনিময়ে মুক্তি পাওয়ার আগে ১৬ মাস কারাবাসে ছিলেন ইভান।

কিয়েভ ব্যুরো চিফ অ্যান্ড্রু ক্রেমারসহ নিউইয়র্ক টাইমসের পাঁচ সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের চারজনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য আমেরিকানদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার জন্য কাজ করা ব্যক্তি, শিক্ষাবিদ এবং ব্যবসা ও থিংক ট্যাংকের ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

মন্ত্রণালয়ের একটি তালিকা অনুসারে, দুই হাজারেরও বেশি আমেরিকানদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচ বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা হাস্যকর। মুক্ত সংবাদপত্রের ওপর আক্রমণের অংশ এটি।’ ইভান ১৬ মাস রাশিয়ায় আটক থাকার পর বন্দি বিনিময়ের মাধ্যমে চলতি মাসে মুক্তি পেয়েছেন।

প্রসঙ্গত, দিন যত গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়েও ইউক্রেনকে কাবু করতে পারেননি পুতিন। বরং পশ্চিমাদের সহায়তায় আরও অগ্রসর হচ্ছে জেলেনস্কি বাহিনী।

সম্প্রতি রুশ ভূখণ্ডে ঢুকে ইউক্রেন বাহিনীর অভিযান পরিচালনা সেই ইঙ্গিত দেয়। আর এতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব পশ্চিমা অস্ত্র। যার জেরে এবার যুক্তরাষ্ট্রকে বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে বসেছে রাশিয়া।

দেশটি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করে মস্কো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ০১:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধ আমেরিকানদের তালিকায় সাংবাদিকসহ আরও ৯২ জনকে সংযোজন করেছেন রাশিয়া।

বুধবার (২৮ আগস্ট) এই ঘোষণা দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধদের মধ্যে পূর্বে রাশিয়ায় কাজ করেছিলেন এমন কিছু সাংবাদিক এবং আইন প্রয়োগকারী ও ব্যবসায়ীরা রয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর একটি কৌশলগত পরাজয় ঘটানো ঘোষিত লক্ষ্য অর্জনে বাইডেন প্রশাসনের রুসোফোবিক প্রচারণার প্রতিক্রিয়া হিসেবে’ এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ সাংবাদিকরা “রাশিয়া এবং রুশ সশস্ত্র বাহিনী সম্পর্কে ‘ভুয়া’ খবর তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ‘নেতৃস্থানীয় উদারপন্থি-বিশ্ববাদী প্রকাশনার প্রতিনিধিত্ব করে।

নিষিদ্ধ আমেরিকানদের নতুন তালিকায় ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)-এর প্রধান সম্পাদক এমা টাকার সহ ১১ জন বর্তমান বা সাবেক সংবাদ কর্মী অন্তর্ভুক্ত রয়েছেন। তিনি বারবার ডব্লিউএসজে রিপোর্টার ইভান গারশকোভিচের গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ও দোষী সাব্যস্ত হওয়ার জন্য রাশিয়ার সমালোচনা করেছিলেন। আগস্টে বন্দি বিনিময়ে মুক্তি পাওয়ার আগে ১৬ মাস কারাবাসে ছিলেন ইভান।

কিয়েভ ব্যুরো চিফ অ্যান্ড্রু ক্রেমারসহ নিউইয়র্ক টাইমসের পাঁচ সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের চারজনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য আমেরিকানদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার জন্য কাজ করা ব্যক্তি, শিক্ষাবিদ এবং ব্যবসা ও থিংক ট্যাংকের ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

মন্ত্রণালয়ের একটি তালিকা অনুসারে, দুই হাজারেরও বেশি আমেরিকানদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচ বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা হাস্যকর। মুক্ত সংবাদপত্রের ওপর আক্রমণের অংশ এটি।’ ইভান ১৬ মাস রাশিয়ায় আটক থাকার পর বন্দি বিনিময়ের মাধ্যমে চলতি মাসে মুক্তি পেয়েছেন।

প্রসঙ্গত, দিন যত গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়েও ইউক্রেনকে কাবু করতে পারেননি পুতিন। বরং পশ্চিমাদের সহায়তায় আরও অগ্রসর হচ্ছে জেলেনস্কি বাহিনী।

সম্প্রতি রুশ ভূখণ্ডে ঢুকে ইউক্রেন বাহিনীর অভিযান পরিচালনা সেই ইঙ্গিত দেয়। আর এতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব পশ্চিমা অস্ত্র। যার জেরে এবার যুক্তরাষ্ট্রকে বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে বসেছে রাশিয়া।

দেশটি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করে মস্কো।