নিজস্ব প্রতিবেদক :
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের সাংবাদিকদের ফ্রিডম নাই এটা ভুল। আমি মনে করি, দেশে সাংবাদিকতায় এত ফ্রিডম, যা উন্নত বিশ্বেও নাই।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ১০ মাসে বর্তমান সরকার সাংবাদিক ও সংবাদমাধ্যমকে কোনো চাপ প্রয়োগ করেনি, কোনো বাধা দেয়নি; যেমনটা আওয়ামী লীগ আমলে ছিল।
প্রেস সচিব বলেন, বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। তিনি বলেন, ‘সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে! কেননা, সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৫ বছরে তো তার (প্রেশার গ্রুপ) মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি।
তিনি বলেন, গত বছরের ২৮ জুলাই শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দেশের শীর্ষ সাংবাদিকরা বলেছিলেন ‘এদেরকে খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’। কেউ কি প্রতিবাদ করেছিল? এটা আবারও ঘটতে পারে এই আশঙ্কা থেকেই এই প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে।
সরকারকে সবকিছুর দায়ী করা ঠিক নয় উল্লেখ করে প্রেস সচিব বলেন, সরকার যতটুকু পারে কাজ করছে। কিন্তু যারা সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা নষ্ট করেছেন, তারা সেই জায়গায় কথা বলছেন না। বরং নতুন রাজনৈতিক সরকার সামনে রেখে আবার তাদের ‘খুঁটি’ সাজাচ্ছেন। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনও উত্তরণ হবে না।
তবে বক্তব্যের শেষ দিকে তিনি পরিষ্কার করে বলেন, প্রেশার গ্রুপ সম্পর্কে আমার বক্তব্যটি সম্পূর্ণ ব্যক্তিগত। এটি সরকারের অবস্থান নয়।