Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাঁতার শিখতে গিয়ে পদ্মায় প্রাণ গেল ২ জনের

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে পবা উপজেলার হরুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬) ও একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)। বাপ্পি হোসেন এবারের এসএসসি পরীক্ষার্থীয় অংশ নিয়েছিল। আর মনির থাই মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, তারা দুজন পদ্মা নদীতে সাঁতার শিখতে নেমেছিল। এ সময় নদীতে স্রোতও তেমন ছিল না। বাপ্পিকে সাঁতার শেখানোর জন্য মনির নদীতে নামে। সাঁতারের একপর্যায়ে তারা নদীতে তলিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে অভিযান চালিয়ে প্রথমে বাপ্পি ও পরে মনিরের মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি তাদের বাড়িতে পৌঁছে দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, রোববার দুপুরে কয়েকজন একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। এ সময় বাপ্পি ও মনির হোসেন নদীতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি ইউনিট গিয়ে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুপুরে কয়েকজন একসঙ্গে নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে এই অপমৃত্যুর ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। বেলা সাড়ে ৩টার দিকে তারা ঘটনাস্থলের অদূরেই নদীর তলদেশ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ দুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে স্বজনদের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে : গয়েশ্বর চন্দ্র রায়

সাঁতার শিখতে গিয়ে পদ্মায় প্রাণ গেল ২ জনের

প্রকাশের সময় : ০৯:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে পবা উপজেলার হরুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬) ও একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)। বাপ্পি হোসেন এবারের এসএসসি পরীক্ষার্থীয় অংশ নিয়েছিল। আর মনির থাই মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, তারা দুজন পদ্মা নদীতে সাঁতার শিখতে নেমেছিল। এ সময় নদীতে স্রোতও তেমন ছিল না। বাপ্পিকে সাঁতার শেখানোর জন্য মনির নদীতে নামে। সাঁতারের একপর্যায়ে তারা নদীতে তলিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে অভিযান চালিয়ে প্রথমে বাপ্পি ও পরে মনিরের মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি তাদের বাড়িতে পৌঁছে দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, রোববার দুপুরে কয়েকজন একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। এ সময় বাপ্পি ও মনির হোসেন নদীতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি ইউনিট গিয়ে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুপুরে কয়েকজন একসঙ্গে নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে এই অপমৃত্যুর ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। বেলা সাড়ে ৩টার দিকে তারা ঘটনাস্থলের অদূরেই নদীর তলদেশ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ দুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে স্বজনদের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।