Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বোচ্চ ডাকের ‘লজ্জার’ রেকর্ড সাকিবের

স্পোর্টস ডেস্ক : 

লম্বা সময় মাঠের বাইরে থাকার পর সাকিব আল হাসান মাঠে ফিরেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে। পাকিস্তানি এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের একেবারের শেষভাগে তাঁকে দলে নেয় লাহোর কালান্দার্স। তবে দলটির হয়ে ব্যাট হাতে নিজেকে একেবারেই মেলে ধরতে পারছেন না তিনি। শাহিন আফ্রিদির দলের হয়ে দুই ম্যাচে ব্যাত করতে নেমে দুইটিতেই ০ রানে আউট হয়েছেন এ তারকা। আর দুই ম্যাচেই রানের খাতা খুলতে ব্যর্থ সাকিব নাম লিখিয়েছেন বিব্রতকর এক রেকর্ডে।

ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে বাংলাদেশি কোনো ব্যাটারের সবচেয়ে বেশি শূণ্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি এতদিন ছিল সৌম্য সরকারের দখলে। সৌম্য সর্বোচ্চ ৩১টি টি ম্যাচে ডাক মেরে এ তালিকায় শীর্ষ ছিলেন।

তবে পিএসএলে টানা দুই ম্যাচে শূণ্য রানে আউট হয়ে সৌম্যকে দুইয়ে ঠেলে দিয়ে এ তালিকায় শীর্ষে ওঠেছেন সাকিব। ৩২টি ডাক নিয়ে এ তালিকায় সবার উপরে আছেন তিনি।

এবারের আসরে লাহোরের হয়ে প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন সাকিব। সে ম্যাচে বল হাতে ২ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে উইকেটশূণ্য ছিলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে ১ ওভার বোলিং করে ৪ উইকেট নিলেও পরে আর বোলিংয়ে আনা হয়নি তাঁকে। সে ম্যাচে ব্যাট হাতেও নামার সুযোগ হয়নি সাকিবের। গতকাল ফাইনালে ওঠার লড়াইয়ে নেমে সাকিব ৩ ওভার বলিং করে দিয়েছেন ২৭ রান, ছিলেন উইকেটশূণ্য। এর আগে ব্যাট করতে নেমে তিনি ২ বল খেলে ০ রানেই আউট হন।

এদিকে এই ফরম্যাটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ডাক এর তালিকায় তৃতীয় স্থানে আছেন ইমরুল কায়েস, ২২টি ডাক আছে তার। তামিম ইকবালের ডাক ২০টি, মুশফিকুর রহিমের ১৯টি।

সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক মারার তালিকায় সাকিব আট এবং সৌম্য আছেন নয় নম্বরে। সর্বোচ্চ ৪৮টি ডাক নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের সংস্করণে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। শুরুর দিকে থাকা এসব ক্রিকেটার হচ্ছেন– রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো (৩৩), পল স্টার্লিং (৩৩) ও জেসন রয় (৩৩)।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

সর্বোচ্চ ডাকের ‘লজ্জার’ রেকর্ড সাকিবের

প্রকাশের সময় : ০১:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

লম্বা সময় মাঠের বাইরে থাকার পর সাকিব আল হাসান মাঠে ফিরেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে। পাকিস্তানি এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের একেবারের শেষভাগে তাঁকে দলে নেয় লাহোর কালান্দার্স। তবে দলটির হয়ে ব্যাট হাতে নিজেকে একেবারেই মেলে ধরতে পারছেন না তিনি। শাহিন আফ্রিদির দলের হয়ে দুই ম্যাচে ব্যাত করতে নেমে দুইটিতেই ০ রানে আউট হয়েছেন এ তারকা। আর দুই ম্যাচেই রানের খাতা খুলতে ব্যর্থ সাকিব নাম লিখিয়েছেন বিব্রতকর এক রেকর্ডে।

ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে বাংলাদেশি কোনো ব্যাটারের সবচেয়ে বেশি শূণ্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি এতদিন ছিল সৌম্য সরকারের দখলে। সৌম্য সর্বোচ্চ ৩১টি টি ম্যাচে ডাক মেরে এ তালিকায় শীর্ষ ছিলেন।

তবে পিএসএলে টানা দুই ম্যাচে শূণ্য রানে আউট হয়ে সৌম্যকে দুইয়ে ঠেলে দিয়ে এ তালিকায় শীর্ষে ওঠেছেন সাকিব। ৩২টি ডাক নিয়ে এ তালিকায় সবার উপরে আছেন তিনি।

এবারের আসরে লাহোরের হয়ে প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন সাকিব। সে ম্যাচে বল হাতে ২ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে উইকেটশূণ্য ছিলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে ১ ওভার বোলিং করে ৪ উইকেট নিলেও পরে আর বোলিংয়ে আনা হয়নি তাঁকে। সে ম্যাচে ব্যাট হাতেও নামার সুযোগ হয়নি সাকিবের। গতকাল ফাইনালে ওঠার লড়াইয়ে নেমে সাকিব ৩ ওভার বলিং করে দিয়েছেন ২৭ রান, ছিলেন উইকেটশূণ্য। এর আগে ব্যাট করতে নেমে তিনি ২ বল খেলে ০ রানেই আউট হন।

এদিকে এই ফরম্যাটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ডাক এর তালিকায় তৃতীয় স্থানে আছেন ইমরুল কায়েস, ২২টি ডাক আছে তার। তামিম ইকবালের ডাক ২০টি, মুশফিকুর রহিমের ১৯টি।

সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক মারার তালিকায় সাকিব আট এবং সৌম্য আছেন নয় নম্বরে। সর্বোচ্চ ৪৮টি ডাক নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের সংস্করণে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। শুরুর দিকে থাকা এসব ক্রিকেটার হচ্ছেন– রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো (৩৩), পল স্টার্লিং (৩৩) ও জেসন রয় (৩৩)।