Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার নিজের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায় : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমরা এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলি। সরকার নিজের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায়। বর্তমান সরকার প্রতিবেশি দেশের আশ্রয়-প্রশ্রয় নিয়ে অবৈধভাবে ক্ষমতা জবরদখল করে আছে। এটি কোনো বৈধ সরকার নয়, এটি একটি ডামি সরকার।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন হলে এক ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা: সরকার মাহবুব আহমেদ শামীম।

তিনি বলেন, ভারতের আশ্রয়-প্রশ্রয় নিয়ে এই সরকার আজ অবৈধভাবে ক্ষমতায়। ক্ষমতা জবর-দখল করে আছে। এটি কোনো বৈধ সরকার নয়, এটি একটি ডামি সরকার। এই ডামি সরকার টিকে আছে ভারতের সমর্থনে।

রিজভী বলেন, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন অতিক্রম করছি। আমাদের চারদিকে শুধু সমুদ্র। শুধু সমুদ্র নয়, চারদিকে প্রতিবন্ধকতার পাহাড়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চারদিকে পাহাড় আর পেছনে সমুদ্র। আমাদের সেখানে দাড়িয়েই এ দেশের স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বিঘ্ন ভোট দিয়ে আমাদের পছন্দমতো ব্যক্তিকে নির্বাচিত করতে পারি সেটি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রধান বক্তা হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সারাদেশের সব পোশাক কারখানা ৫ আগস্ট বন্ধ

সরকার নিজের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায় : রিজভী

প্রকাশের সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমরা এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলি। সরকার নিজের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায়। বর্তমান সরকার প্রতিবেশি দেশের আশ্রয়-প্রশ্রয় নিয়ে অবৈধভাবে ক্ষমতা জবরদখল করে আছে। এটি কোনো বৈধ সরকার নয়, এটি একটি ডামি সরকার।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন হলে এক ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা: সরকার মাহবুব আহমেদ শামীম।

তিনি বলেন, ভারতের আশ্রয়-প্রশ্রয় নিয়ে এই সরকার আজ অবৈধভাবে ক্ষমতায়। ক্ষমতা জবর-দখল করে আছে। এটি কোনো বৈধ সরকার নয়, এটি একটি ডামি সরকার। এই ডামি সরকার টিকে আছে ভারতের সমর্থনে।

রিজভী বলেন, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন অতিক্রম করছি। আমাদের চারদিকে শুধু সমুদ্র। শুধু সমুদ্র নয়, চারদিকে প্রতিবন্ধকতার পাহাড়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চারদিকে পাহাড় আর পেছনে সমুদ্র। আমাদের সেখানে দাড়িয়েই এ দেশের স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বিঘ্ন ভোট দিয়ে আমাদের পছন্দমতো ব্যক্তিকে নির্বাচিত করতে পারি সেটি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রধান বক্তা হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।