নিজস্ব প্রতিবেদক :
আইনমন্ত্রীর ব্যাখ্যা ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার চাইলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারে।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো পুরোটাই আদালতের বিষয়। এখানে রাজনীতির সুযোগ নেই উল্লেখ করে আইনমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ৪০১(৬) ধারায় স্পষ্টভাবে বলা আছে, সরকার চাইলে সাধারণ বা বিশেষ নির্বাহী আদেশে যেকোনও বন্দির ক্ষেত্রে যেকোনও সিদ্ধান্ত নিতে পারে। এ বিষয়ে আইনমন্ত্রী আইনের রাজনৈতিক ব্যাখ্যা করছেন। রাজনৈতিক ব্যাখ্যা এ কারণেই বলবো, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় স্পষ্টভাবে দেওয়া আছে সরকার চাইলে একজন সাজাপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করতে পারে। সাজা কমাতে পারে, সাময়িকভাবে সাজা স্থগিত করতে পারে। শর্তযুক্ত বা শর্তমুক্তভাবে। খালেদা জিয়ার ক্ষেত্রে ওনারা শর্তযুক্ত করে দিয়েছেন। শর্ত তুলে নিলেই খালেদা জিয়া বিদেশে যেতে পারেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হলে তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। কারণ অন্য একজন নেত্রী দেশ ছেড়ে গেলেও খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি।
রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়া ক্ষমা চাইবেন কি না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, খালেদা জিয়া তো রাষ্ট্রপতির অর্ডারে বের হননি। এখনো খালেদা জিয়া নির্বাহী আদেশের আন্ডারেই আছেন। শর্তযুক্ত মুক্তিতে আছেন। খালেদা জিয়ার সব কিছু এখন সরকারের নিয়ন্ত্রণে। তিনি চাইলেই এখন একটা কিছু করতে পারেন না। উনার সব দায়দায়িত্ব সরকার প্রধানকেই বহন করতে হবে।