Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সরকার অস্ত্রের ভাষায় কথা বলছে : রিজভী

রাজশাহী জেলা প্রতিনিধি : 

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা হারানোর ভয় সরকারকে পেয়ে বসেছে। তাই তারা দিশেহারা হয়ে পড়েছে। যাদের পক্ষে জনগণ থাকে না তারা অস্ত্রের ভাষায় কথা বলে। তারা (সরকার) আজ আমাদের সঙ্গে অস্ত্রের ভাষায় কথা বলছে। বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলার খড়গ চাপানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তো জনগণের বাহিনী। এটা কারও পেটোয়া বাহিনী হতে পারে না। জনগণের ওপর যদি সরকার এভাবে দমননীতি চালায়, তাহলে জনগণের শক্তির কাছে সব কিছু পরাজিত হবে।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, যখন চারবারের প্রধানমন্ত্রীকে পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে চুবিয়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। জাতীয় সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তখন তো কোনো কথা ওঠেনি। তাই চাঁদ ইস্যুতেও আমি কোনো কথা বলতে পারব না।

তিনি বলেন, রাজশাহী যেন একটি আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দুই তিন দিন ধরে একটা বীভৎস পরিবেশ তৈরি করা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব হাত-পা ভেঙে দিতে চেয়েছেন। কই তার বিরুদ্ধে আইন আদালত কোথাও তো আদেশ হলো না!

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির অফিসকে অবরুদ্ধ করে রাখা হয়। এটা কেন? আমাদের নেতৃবৃন্দ কি সশস্ত্র অবস্থায় কর্মসূচি পালন করেছিলেন? সংবিধান কাঁটছাঁট করার পরেও যতটুকু অধিকার আছে, তাতে বিরোধী দলের কথা বলার অধিকার, সমাবেশ করার অধিকার আছে। এটি গণতান্ত্রিক অধিকার। সবচেয়ে নজীরবিহীন ঘটনা হচ্ছে দলীয় কার্যালয়ে তালা দিয়ে দেওয়া।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এক ধরনের ভয় সরকারকে পেয়ে বসেছে। আর সেজন্যই সরকার দিশেহারা হয়েছে। তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গত কয়েকদিনে সারাদেশে বিএনপির ৬৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ হাজারের অধিক নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নামে রাজশাহীতে মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফাসহ কেন্দ্রীয় অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নুসরত ইলাহী রিজভী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

সরকার অস্ত্রের ভাষায় কথা বলছে : রিজভী

প্রকাশের সময় : ০৪:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

রাজশাহী জেলা প্রতিনিধি : 

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা হারানোর ভয় সরকারকে পেয়ে বসেছে। তাই তারা দিশেহারা হয়ে পড়েছে। যাদের পক্ষে জনগণ থাকে না তারা অস্ত্রের ভাষায় কথা বলে। তারা (সরকার) আজ আমাদের সঙ্গে অস্ত্রের ভাষায় কথা বলছে। বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলার খড়গ চাপানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তো জনগণের বাহিনী। এটা কারও পেটোয়া বাহিনী হতে পারে না। জনগণের ওপর যদি সরকার এভাবে দমননীতি চালায়, তাহলে জনগণের শক্তির কাছে সব কিছু পরাজিত হবে।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, যখন চারবারের প্রধানমন্ত্রীকে পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে চুবিয়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। জাতীয় সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তখন তো কোনো কথা ওঠেনি। তাই চাঁদ ইস্যুতেও আমি কোনো কথা বলতে পারব না।

তিনি বলেন, রাজশাহী যেন একটি আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দুই তিন দিন ধরে একটা বীভৎস পরিবেশ তৈরি করা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব হাত-পা ভেঙে দিতে চেয়েছেন। কই তার বিরুদ্ধে আইন আদালত কোথাও তো আদেশ হলো না!

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির অফিসকে অবরুদ্ধ করে রাখা হয়। এটা কেন? আমাদের নেতৃবৃন্দ কি সশস্ত্র অবস্থায় কর্মসূচি পালন করেছিলেন? সংবিধান কাঁটছাঁট করার পরেও যতটুকু অধিকার আছে, তাতে বিরোধী দলের কথা বলার অধিকার, সমাবেশ করার অধিকার আছে। এটি গণতান্ত্রিক অধিকার। সবচেয়ে নজীরবিহীন ঘটনা হচ্ছে দলীয় কার্যালয়ে তালা দিয়ে দেওয়া।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এক ধরনের ভয় সরকারকে পেয়ে বসেছে। আর সেজন্যই সরকার দিশেহারা হয়েছে। তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গত কয়েকদিনে সারাদেশে বিএনপির ৬৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ হাজারের অধিক নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নামে রাজশাহীতে মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফাসহ কেন্দ্রীয় অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নুসরত ইলাহী রিজভী।