Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : 

আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এরপর রাজধানীতে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সমাবেশটির ডাক দিয়েছে পিটিআই।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন। আদালত থেকে মুক্তির পরই জনসভার ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। শুক্রবার (১২ মে) সকালে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় সকল ‘দেশপ্রেমিকদের’ জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।

বৃহস্পতিবার (১১ মে) রাতে দলের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানিয়েছে পিটিআই। পোস্টে পিটিআই জানিয়েছে, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ও পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পিটিআই শুক্রবার (১২ মে) সকালে পাকিস্তানিদের ইসলামাবাদে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সব বয়সের দেশপ্রেমিক পাকিস্তানিদেও শুক্রবার (১২ মে) ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় শান্তিপূর্ণভাবে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

আল-কাদির ট্রাস্ট মামলা সংক্রান্ত শুনানির জন্য ইমরান খানের শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাকে আধাসামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় এনএবি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। পরদিন বুধবার তাকে ওই আদালতে নেওয়া হয়।

পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার (১১ মে) সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

এরপর পিটিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সংহতি জানিয়ে আজ সমাবেশের ডাক দেওয়া হয়। পিটিআইয়ের নেতারা টুইটার পোস্টে বলেছেন, সুপ্রিম কোর্টের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা জানাতে আজ পাকিস্তানের প্রত্যেক নাগরিকের নিজ নিজ এলাকার রাস্তায় বেরিয়ে পড়া উচিত।

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ইমরান খান

প্রকাশের সময় : ১২:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এরপর রাজধানীতে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সমাবেশটির ডাক দিয়েছে পিটিআই।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন। আদালত থেকে মুক্তির পরই জনসভার ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। শুক্রবার (১২ মে) সকালে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় সকল ‘দেশপ্রেমিকদের’ জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।

বৃহস্পতিবার (১১ মে) রাতে দলের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানিয়েছে পিটিআই। পোস্টে পিটিআই জানিয়েছে, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ও পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পিটিআই শুক্রবার (১২ মে) সকালে পাকিস্তানিদের ইসলামাবাদে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সব বয়সের দেশপ্রেমিক পাকিস্তানিদেও শুক্রবার (১২ মে) ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় শান্তিপূর্ণভাবে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

আল-কাদির ট্রাস্ট মামলা সংক্রান্ত শুনানির জন্য ইমরান খানের শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাকে আধাসামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় এনএবি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। পরদিন বুধবার তাকে ওই আদালতে নেওয়া হয়।

পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার (১১ মে) সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

এরপর পিটিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সংহতি জানিয়ে আজ সমাবেশের ডাক দেওয়া হয়। পিটিআইয়ের নেতারা টুইটার পোস্টে বলেছেন, সুপ্রিম কোর্টের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা জানাতে আজ পাকিস্তানের প্রত্যেক নাগরিকের নিজ নিজ এলাকার রাস্তায় বেরিয়ে পড়া উচিত।