Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সবার আগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ২২০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে এখনও বাকি মাত্র ৫৯ দিন। এরই মধ্যে বড় চমক রেখেই বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে অজিরা। ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছে এখন জাতীয় দলের জার্সি গায়ে না চাপানো ক্রিকেটারও।

রোববার (৬ আগস্ট) আইসিসি জানিয়ে দিয়েছে আগামী ৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। আইসিসির সে বিবৃতির পরের দিনই সোমবার (৭ আগস্ট) ১৮ সদস্যের বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়ার ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় চমক হয়ে এসেছে মার্নাস ল্যাবুশানের না থাকা। সাম্প্রতিক সময়ে ফর্ম খুব একটা ভালো না থাকাতেই ল্যাবুশানেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল।

বিশ্বকাপে অংশ গ্রহণ করার আগে ৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। বিশ্বকাপের সর্বোচ্চ সফল দলটির এবারের স্কোয়াডে চমক বলতে দুই নাম; তানভীর সাঙ্ঘা ও অ্যারন হার্ডি। এছাড়া সব পরিচিত মুখ নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছে অজিরা।

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরেও এই ১৮ সদস্যের স্কোয়াডই খেলবে অজিদের হয়ে। এই দুই সিরিজের পর বিশ্বকাপের আগে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড দেবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রাথমিক দল :

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

সবার আগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

প্রকাশের সময় : ০৮:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে এখনও বাকি মাত্র ৫৯ দিন। এরই মধ্যে বড় চমক রেখেই বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে অজিরা। ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছে এখন জাতীয় দলের জার্সি গায়ে না চাপানো ক্রিকেটারও।

রোববার (৬ আগস্ট) আইসিসি জানিয়ে দিয়েছে আগামী ৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। আইসিসির সে বিবৃতির পরের দিনই সোমবার (৭ আগস্ট) ১৮ সদস্যের বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়ার ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় চমক হয়ে এসেছে মার্নাস ল্যাবুশানের না থাকা। সাম্প্রতিক সময়ে ফর্ম খুব একটা ভালো না থাকাতেই ল্যাবুশানেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল।

বিশ্বকাপে অংশ গ্রহণ করার আগে ৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। বিশ্বকাপের সর্বোচ্চ সফল দলটির এবারের স্কোয়াডে চমক বলতে দুই নাম; তানভীর সাঙ্ঘা ও অ্যারন হার্ডি। এছাড়া সব পরিচিত মুখ নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছে অজিরা।

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরেও এই ১৮ সদস্যের স্কোয়াডই খেলবে অজিদের হয়ে। এই দুই সিরিজের পর বিশ্বকাপের আগে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড দেবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রাথমিক দল :

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।