Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে সাবেক লঙ্কান অধিনায়ক থিরিমান্নে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ১৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমানে ভয়বহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটি  বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার অনুরাধাপুরে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে থিরিমান্নে ও তার পরিবার গাড়িতে করে মন্দিরে যাচ্ছিলেন। আনুরাধাপুরার একটি জায়গায় তাদের গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থিরিমান্নের গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় থিরিমানে কতটা আহত হয়েছেন তা এখনো জানা যায়নি বলেই জানিয়েছেন ইএসপিএনক্রিকিনফোর এক প্রতিবেদন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এ দুর্ঘটনায় খুব বেশি চোট পাননি লঙ্কান এই ক্রিকেটার। তিনি এখন স্বাভাবিক আছেন বলেও জানা গেছে।

থিরিমান্নের দুর্ঘটনার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে তার দল নিউ ইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্স। দলটি জানিয়েছে, থিরিমান্নে আহত হলেও নিরাপদে আছেন তার পরিবার।

বিবৃতিতে দলটির ভাষ্য, ‘আপনাদের জানাতে চাই, লাহিরু থিরিমান্নে ও তার পরিবার মন্দিরে যাওয়ার সময় একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন, উদ্বেগের কোনো কারণ নেই।’

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের শহর অনুরাধাপুরের কাছে সকালে ঘটে এই গাড়ি দুর্ঘটনা। থিরিমান্নেকে বহনকারী গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় থিরিমান্নের গাড়ির সামনের দিক।

চলমান লিজেন্ড ক্রিকেট ট্রফিতে নিউ ইয়র্ক সুপার স্তারের হয়ে খেলছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। থিরিমানে দুর্ঘটনার কবলে পড়ার পর একটি বিবৃতি দিয়েছে সুপার স্টার। সেখানে দলটি জানিয়েছে, একটি মন্দিরে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন থিরিমানে। তবে তিনি এখন সুস্থ আছেন।

২০১০ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থিরিমান্নে এখন পর্যন্ত মোট ৪৪টি টেস্ট ম্যাচ, ১২৭টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দল ছাড়াও মোট তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন এবং দুটি ওয়ানডে বিশ্বকাপও খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে তার খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০২২ সালের মার্চে। ১৩ বছরের ক্যারিয়ারের পর তিনি ২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগ

সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে সাবেক লঙ্কান অধিনায়ক থিরিমান্নে

প্রকাশের সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমানে ভয়বহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটি  বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার অনুরাধাপুরে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে থিরিমান্নে ও তার পরিবার গাড়িতে করে মন্দিরে যাচ্ছিলেন। আনুরাধাপুরার একটি জায়গায় তাদের গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থিরিমান্নের গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় থিরিমানে কতটা আহত হয়েছেন তা এখনো জানা যায়নি বলেই জানিয়েছেন ইএসপিএনক্রিকিনফোর এক প্রতিবেদন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এ দুর্ঘটনায় খুব বেশি চোট পাননি লঙ্কান এই ক্রিকেটার। তিনি এখন স্বাভাবিক আছেন বলেও জানা গেছে।

থিরিমান্নের দুর্ঘটনার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে তার দল নিউ ইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্স। দলটি জানিয়েছে, থিরিমান্নে আহত হলেও নিরাপদে আছেন তার পরিবার।

বিবৃতিতে দলটির ভাষ্য, ‘আপনাদের জানাতে চাই, লাহিরু থিরিমান্নে ও তার পরিবার মন্দিরে যাওয়ার সময় একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন, উদ্বেগের কোনো কারণ নেই।’

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের শহর অনুরাধাপুরের কাছে সকালে ঘটে এই গাড়ি দুর্ঘটনা। থিরিমান্নেকে বহনকারী গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় থিরিমান্নের গাড়ির সামনের দিক।

চলমান লিজেন্ড ক্রিকেট ট্রফিতে নিউ ইয়র্ক সুপার স্তারের হয়ে খেলছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। থিরিমানে দুর্ঘটনার কবলে পড়ার পর একটি বিবৃতি দিয়েছে সুপার স্টার। সেখানে দলটি জানিয়েছে, একটি মন্দিরে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন থিরিমানে। তবে তিনি এখন সুস্থ আছেন।

২০১০ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থিরিমান্নে এখন পর্যন্ত মোট ৪৪টি টেস্ট ম্যাচ, ১২৭টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দল ছাড়াও মোট তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন এবং দুটি ওয়ানডে বিশ্বকাপও খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে তার খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০২২ সালের মার্চে। ১৩ বছরের ক্যারিয়ারের পর তিনি ২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।