Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনার কবলে পলাশ-অমি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শুটিংয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির গাড়ি। এসময় তার গাড়িতে ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ ও তার শুটিং ইউনিটের সদস্যরা। তবে এ দুর্ঘটনায় অমি বা পলাশদের কোনো ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (০৮ জুন) সকালের দিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানান নির্মাতা।

অমি বলেন, ‘ঈদের জন্য একটি ফিচার টেলিফিল্মের শুটিং করছিলাম আমরা টাঙ্গাইলে। আজকে সকালে শুটিংয়ের জন্য আসার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।’

দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও এই নির্মাতাসহ অভিনেতা পলাশ ও বাকি সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

ঘটনা সম্পর্কে জানিয়ে এই নির্মাতা বলেন, আমাদের গাড়িটা বাম পাশ থেকে ডান পাশে আসতে গেলে ওপর পাশ থেকে একটি ট্রাক এসে আমাদের গাড়িকে চাপ দেয়। গাড়িতে জিয়াউল হক পলাশ, আমিসহ আরো কয়েকজন ছিল। আল্লাহর রহমতে কেউই আহত বা কারো কোনো কিছু হয়নি। আমরা সবাই ঠিক আছি।

টিমের সবাই অক্ষত আছেন জানিয়ে অমি বলেন, গাড়িটার কিছু ক্ষতি হয়েছে। এক পাশে একদম ভচকে গিয়েছে। আমরা ঠিক আছি, এখন শুটিং করছি।

এছাড়া এদিন সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন অমি। সেখানে তিনি লেখেন, ‘ধন্যবাদ আল্লাহ্।’ পোস্টে অবশ্য প্রার্থনামূলক মন্তব্য করছেন নির্মাতার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক, তিন উপজেলার যাত্রীদের দুর্ভোগ

সড়ক দুর্ঘটনার কবলে পলাশ-অমি

প্রকাশের সময় : ০৮:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

শুটিংয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির গাড়ি। এসময় তার গাড়িতে ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ ও তার শুটিং ইউনিটের সদস্যরা। তবে এ দুর্ঘটনায় অমি বা পলাশদের কোনো ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (০৮ জুন) সকালের দিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানান নির্মাতা।

অমি বলেন, ‘ঈদের জন্য একটি ফিচার টেলিফিল্মের শুটিং করছিলাম আমরা টাঙ্গাইলে। আজকে সকালে শুটিংয়ের জন্য আসার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।’

দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও এই নির্মাতাসহ অভিনেতা পলাশ ও বাকি সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

ঘটনা সম্পর্কে জানিয়ে এই নির্মাতা বলেন, আমাদের গাড়িটা বাম পাশ থেকে ডান পাশে আসতে গেলে ওপর পাশ থেকে একটি ট্রাক এসে আমাদের গাড়িকে চাপ দেয়। গাড়িতে জিয়াউল হক পলাশ, আমিসহ আরো কয়েকজন ছিল। আল্লাহর রহমতে কেউই আহত বা কারো কোনো কিছু হয়নি। আমরা সবাই ঠিক আছি।

টিমের সবাই অক্ষত আছেন জানিয়ে অমি বলেন, গাড়িটার কিছু ক্ষতি হয়েছে। এক পাশে একদম ভচকে গিয়েছে। আমরা ঠিক আছি, এখন শুটিং করছি।

এছাড়া এদিন সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন অমি। সেখানে তিনি লেখেন, ‘ধন্যবাদ আল্লাহ্।’ পোস্টে অবশ্য প্রার্থনামূলক মন্তব্য করছেন নির্মাতার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।