কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া ভৈরব এলাকার দুর্জয় মিয়া (২২) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (১০ মে) ভোরে ফেনীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, দুর্জয় মিয়া জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখভাগে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলন চলাকালে তার শরীরে পুলিশের ছোড়া অর্ধ-শতাধিক রাবার বুলেট এসে লাগে। দুর্জয় মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বঁধুনগর, শ্রীনগর ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম ইসমাইল মিয়া। পরিবারে চার ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় ছিলেন তৃতীয়।তার গেজেট নম্বর ছিল-১০৬ এবং মেডিক্যাল কেস আইডি-২৬০৮।
দুর্জয়ের মৃত্যুর বিষয়ে কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগেই এই সংবাদটি শুনেছি। দুর্জয়ের অকাল মৃত্যু সত্যিই বেদনাদায়ক। আল্লাহ যেন তার পরিবারকে সবর করার তাওফিক দেন। আমরা সাংগঠনিকভাবে তার জানাজায় শরিক ও তার কবর জিয়ারতের উদ্যোগ নিয়েছি।’
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন দুর্জয়। গত ১৯ জুলাই ভৈরবে আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি তার পরিবার। পরবর্তীতে জীবিকার তাগিদে দুর্জয় পেশা হিসেবে ট্রাক চালকের সহকারী হিসেবে কাজে যোগ দেন। শনিবার ভোরে ফেনীতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো.হারুন অর রশিদ জানান, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ছিলেন দুর্জয়। জীবিকার তাগিদে ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন। গতকাল রাতে ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।