Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ ভেঙে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন দিন: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক : 

সংসদ ভেঙে দিয়ে সকল দলের সঙ্গে আলোচনা করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজার সামনে সমাবেশে এই দাবি জানান তারা। গত ৭ জানুয়ারির ‘প্রহসনের ডামি নির্বাচন’ বাতিল করে অন্তর্র্বতীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে এই সমাবেশ হয়।

সমাবেশে নেতারা বলেন, অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সকল দলের সঙ্গে আলোচনা করে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে আন্দোলন জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ যে সংবিধান মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের ন্যূনতম বাঁচার স্বাধীনতা নষ্ট করে।

নেতারা বলেন, যে সংবিধান মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের ন্যূনতম বাঁচার স্বাধীনতা নষ্ট করে, সেই সংবিধান এই দেশের সংবিধান না। এই সংবিধান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যা ইচ্ছে তাই করা হচ্ছে সংবিধানের নামে। সেজন্য এমনকি আওয়ামী লীগ সরকার ভুলেই গেছে যে একটা সংসদ শপথ নিলে আরেকটা সংসদ বহাল থাকে না। জনগণ এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে বলে দাবি করের এই নেতারা।

তারা বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করে বলে বেড়াচ্ছেন যে আগামী ৭ দিনের মধ্যে সিন্ডিকেট ভেঙ্গে দিবেন এবং মন্ত্রীরা সেটা না পারলে নাকি তাদেরকে ডিম ও জুতো ছুঁড়ে মারা যাবে। আর ভোট না দেয়ার শাস্তি হিসেবে ও ডামি নির্বাচনে অংশ না নেয়ায় কারণে সরকার নিত্য দ্রব্যমূল্যের দাম নাকি ইচ্ছে করেই বাড়িয়ে দিয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া এবং ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস বক্তব্য রাখেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

সংসদ ভেঙে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন দিন: গণতন্ত্র মঞ্চ

প্রকাশের সময় : ১০:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

সংসদ ভেঙে দিয়ে সকল দলের সঙ্গে আলোচনা করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজার সামনে সমাবেশে এই দাবি জানান তারা। গত ৭ জানুয়ারির ‘প্রহসনের ডামি নির্বাচন’ বাতিল করে অন্তর্র্বতীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে এই সমাবেশ হয়।

সমাবেশে নেতারা বলেন, অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সকল দলের সঙ্গে আলোচনা করে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে আন্দোলন জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ যে সংবিধান মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের ন্যূনতম বাঁচার স্বাধীনতা নষ্ট করে।

নেতারা বলেন, যে সংবিধান মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের ন্যূনতম বাঁচার স্বাধীনতা নষ্ট করে, সেই সংবিধান এই দেশের সংবিধান না। এই সংবিধান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যা ইচ্ছে তাই করা হচ্ছে সংবিধানের নামে। সেজন্য এমনকি আওয়ামী লীগ সরকার ভুলেই গেছে যে একটা সংসদ শপথ নিলে আরেকটা সংসদ বহাল থাকে না। জনগণ এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে বলে দাবি করের এই নেতারা।

তারা বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করে বলে বেড়াচ্ছেন যে আগামী ৭ দিনের মধ্যে সিন্ডিকেট ভেঙ্গে দিবেন এবং মন্ত্রীরা সেটা না পারলে নাকি তাদেরকে ডিম ও জুতো ছুঁড়ে মারা যাবে। আর ভোট না দেয়ার শাস্তি হিসেবে ও ডামি নির্বাচনে অংশ না নেয়ায় কারণে সরকার নিত্য দ্রব্যমূল্যের দাম নাকি ইচ্ছে করেই বাড়িয়ে দিয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া এবং ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস বক্তব্য রাখেন।