Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক : 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই। যে কোনো সময় সংলাপ হতে পারে। সুনির্দিষ্ট সময়ে তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তফসিল ঘোষণা করা। সংলাপের সঙ্গে নির্বাচন কমিশনের কোনও সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। সংবিধান অনুযায়ী জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী তাদেরকে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে। কোনও কারণে যদি একটা বা দুটা উপনির্বাচন করতে হয়, সে কারণে তাদের হাতে সময় রাখতে হবে। সেটাও এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এ কারণে হাতে কয়েকদিনের সময় রেখে এটা করতে হবে।

তফসিল ঘোষণা অতি সন্নিকটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করছি, খুব শিগগিরই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সংলাপের সঙ্গে নির্বাচনের তফসিলের কোনও সম্পর্ক নেই। সংলাপ যেকোনও সময় হতে পারে।’

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৫টায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

এর আগে নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হয়তো দু-একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা দেবে। আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪ মন্ত্রণালয়/বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই: অ্যাটর্নি জেনারেল

প্রকাশের সময় : ০৪:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই। যে কোনো সময় সংলাপ হতে পারে। সুনির্দিষ্ট সময়ে তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তফসিল ঘোষণা করা। সংলাপের সঙ্গে নির্বাচন কমিশনের কোনও সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। সংবিধান অনুযায়ী জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী তাদেরকে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে। কোনও কারণে যদি একটা বা দুটা উপনির্বাচন করতে হয়, সে কারণে তাদের হাতে সময় রাখতে হবে। সেটাও এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এ কারণে হাতে কয়েকদিনের সময় রেখে এটা করতে হবে।

তফসিল ঘোষণা অতি সন্নিকটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করছি, খুব শিগগিরই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সংলাপের সঙ্গে নির্বাচনের তফসিলের কোনও সম্পর্ক নেই। সংলাপ যেকোনও সময় হতে পারে।’

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৫টায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

এর আগে নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হয়তো দু-একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা দেবে। আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪ মন্ত্রণালয়/বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।