Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সংযোগ সড়ক না থাকায় অব্যবহারযোগ্য ২ কোটি ২৬ লাখ ব্রিজ

মাগুরা জেলা প্রতিনিধি : 

মাগুরা পৌরসভার ইসলামপুর পাড়ায় নবগঙ্গা নদীর ওপর প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটি সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন পড়ে আছে ‘অব্যবহারযোগ্য কাঠামো’ হয়ে। উদ্বোধনের এক যুগ পার হলেও ব্রিজটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা।

প্রতিদিন বাঁশের সাঁকো দিয়েই পার হতে হচ্ছে হাজারো মানুষকে। ২০১৩ সালের ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও ব্রিজটির দু’পাশে কোনো সংযোগ সড়ক নির্মাণ হয়নি। চরপাড়া, ইসলামপুরপাড়া ও পারনান্দুয়ালী এলাকার প্রায় তিন হাজার মানুষ এখনও নির্ভর করছেন ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, ব্রিজ হওয়ার আগে এলাকার মানুষ রাস্তার জন্য জমি দিতে আগ্রহী ছিল। এখন কেউ আর ঘর ভেঙে দিতে রাজি নয়। এদিকে কাঁচা রাস্তা বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে চলাচল আরও কষ্টসাধ্য হয়ে উঠেছে।

পারনান্দুয়ালী এলাকার বাসিন্দা হাসান আলী বলেন, পৌরসভায় বহুবার বলেছি, তবুও কাজের কাজ কিছু হয়নি। ব্রিজ থাকার পরও সাঁকো ব্যবহার করতে হচ্ছে।

ইসলামপুর পাড়ার সমাজসেবক মাহবুব আলম টিপু বলেন, সংযোগ সড়কের জমির বেশিরভাগই খাস খতিয়ানভুক্ত। জেলা প্রশাসন ও পৌরসভা চাইলে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান সম্ভব। কিন্তু প্রশাসনের কোন তৎপরতা নেই।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন বলেন, নদীতে ব্রিজ নির্মাণের বিষয়ে তাদের কাছে কোনো লিখিত চিঠি আসেনি। পাশের জমিগুলো ব্যক্তি মালিকানাধীন দাবি করা হচ্ছে এবং বিষয়টি এখন আদালতে আছে। তদন্ত করছে জেলা পুলিশ।

মাগুরা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের বলেন, ব্রিজটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তবে সংযোগ সড়ক তৈরিতে জমি নিয়ে জটিলতা রয়েছে। জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। খুব শিগগিরই স্থানীয়দের নিয়ে সমন্বয় সভা করে সমস্যা সমাধান করা হবে। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে ‘অব্যবহৃত ব্রিজটি’ জনগণের কাজে লাগানো জরুরি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

সংযোগ সড়ক না থাকায় অব্যবহারযোগ্য ২ কোটি ২৬ লাখ ব্রিজ

প্রকাশের সময় : ১০:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

মাগুরা জেলা প্রতিনিধি : 

মাগুরা পৌরসভার ইসলামপুর পাড়ায় নবগঙ্গা নদীর ওপর প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটি সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন পড়ে আছে ‘অব্যবহারযোগ্য কাঠামো’ হয়ে। উদ্বোধনের এক যুগ পার হলেও ব্রিজটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা।

প্রতিদিন বাঁশের সাঁকো দিয়েই পার হতে হচ্ছে হাজারো মানুষকে। ২০১৩ সালের ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও ব্রিজটির দু’পাশে কোনো সংযোগ সড়ক নির্মাণ হয়নি। চরপাড়া, ইসলামপুরপাড়া ও পারনান্দুয়ালী এলাকার প্রায় তিন হাজার মানুষ এখনও নির্ভর করছেন ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, ব্রিজ হওয়ার আগে এলাকার মানুষ রাস্তার জন্য জমি দিতে আগ্রহী ছিল। এখন কেউ আর ঘর ভেঙে দিতে রাজি নয়। এদিকে কাঁচা রাস্তা বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে চলাচল আরও কষ্টসাধ্য হয়ে উঠেছে।

পারনান্দুয়ালী এলাকার বাসিন্দা হাসান আলী বলেন, পৌরসভায় বহুবার বলেছি, তবুও কাজের কাজ কিছু হয়নি। ব্রিজ থাকার পরও সাঁকো ব্যবহার করতে হচ্ছে।

ইসলামপুর পাড়ার সমাজসেবক মাহবুব আলম টিপু বলেন, সংযোগ সড়কের জমির বেশিরভাগই খাস খতিয়ানভুক্ত। জেলা প্রশাসন ও পৌরসভা চাইলে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান সম্ভব। কিন্তু প্রশাসনের কোন তৎপরতা নেই।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন বলেন, নদীতে ব্রিজ নির্মাণের বিষয়ে তাদের কাছে কোনো লিখিত চিঠি আসেনি। পাশের জমিগুলো ব্যক্তি মালিকানাধীন দাবি করা হচ্ছে এবং বিষয়টি এখন আদালতে আছে। তদন্ত করছে জেলা পুলিশ।

মাগুরা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের বলেন, ব্রিজটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তবে সংযোগ সড়ক তৈরিতে জমি নিয়ে জটিলতা রয়েছে। জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। খুব শিগগিরই স্থানীয়দের নিয়ে সমন্বয় সভা করে সমস্যা সমাধান করা হবে। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে ‘অব্যবহৃত ব্রিজটি’ জনগণের কাজে লাগানো জরুরি।