Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্র করে সরকার পতন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্র করে সরকার পতন হবে না। সরকার পরিবর্তন করতে হলে বিএনপিকে সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে হবে।

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি একের পর এক সমাবেশ, একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবেন। তারা যেটা চাচ্ছেন যে সরকার পতন। এই ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন সরকার পরিবর্তন হবে না। আমরা সবসময় বলে আসছি সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ যদি আপনাদের ভোট দেয়, আপনারা অবশ্যই জয়যুক্ত হলে সেখানে (সরকারে) যাবেন। এ ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও ২০১৪-১৫ সালে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রা ছিল কতখানি। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। সে কারণে আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছেন- বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি তারা একবার ভুল করেছেন, আর একবার ভুল করলে এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।

বিএনপির ১০ লাখ নেতাকর্মী ঢাকায় অবস্থান করবেন- এই ধরনের কোনো গোয়েন্দা তথ্য আছে কি না এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি, আমাদের কাছে বিএনপি নেতাকর্মীরা বা তাদের নেতাকর্মীরা যেভাবে বলছেন সেগুলোর ওপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে।

তিনি বলেন, এদেশের জনগণ কোনো অন্যায়, কোনো অত্যাচার মেনে নেয়নি। কাজেই জনগণই এর জবাব দেবে।

মন্ত্রী বলেন, সমাবেশকে ঘিরে নাশকতা সৃষ্টির সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার বাইরে থেকে বিএনপির লোক সমাগম করার বিষয়েও বিচ্ছিন্ন তথ্য পাচ্ছে তারা।

তিনি বলেন, বিএনপি জ্বালাও পোড়াও করে একবার ভুল করছে। আরেকবার ভুল করলে দেশের মানুষ তাদের ক্ষমা করবে না।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে কতদিনে দেশ স্বাধীন হতো, কেউ জানে না। তিনি কারো সাথে কম্প্রোমাইজ করেননি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্ত যার যার শরীরে প্রবাহিত হয়েছে, হত্যাকারীরা তাদেরকেই লক্ষ্য করেছিল। দেশে ফিরেই শেখ হাসিনা দৌড়ে গিয়েছিলেন ৩২ নম্বরে, তাকে ঢুকতে দেয়া হয়নি। এ দৃশ্য এখনো আমাকে কাঁদায়। শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও দেশ আলোকিত করতে পারতেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র করে সরকার পতন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্র করে সরকার পতন হবে না। সরকার পরিবর্তন করতে হলে বিএনপিকে সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে হবে।

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি একের পর এক সমাবেশ, একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবেন। তারা যেটা চাচ্ছেন যে সরকার পতন। এই ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন সরকার পরিবর্তন হবে না। আমরা সবসময় বলে আসছি সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ যদি আপনাদের ভোট দেয়, আপনারা অবশ্যই জয়যুক্ত হলে সেখানে (সরকারে) যাবেন। এ ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও ২০১৪-১৫ সালে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রা ছিল কতখানি। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। সে কারণে আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছেন- বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি তারা একবার ভুল করেছেন, আর একবার ভুল করলে এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।

বিএনপির ১০ লাখ নেতাকর্মী ঢাকায় অবস্থান করবেন- এই ধরনের কোনো গোয়েন্দা তথ্য আছে কি না এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি, আমাদের কাছে বিএনপি নেতাকর্মীরা বা তাদের নেতাকর্মীরা যেভাবে বলছেন সেগুলোর ওপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে।

তিনি বলেন, এদেশের জনগণ কোনো অন্যায়, কোনো অত্যাচার মেনে নেয়নি। কাজেই জনগণই এর জবাব দেবে।

মন্ত্রী বলেন, সমাবেশকে ঘিরে নাশকতা সৃষ্টির সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার বাইরে থেকে বিএনপির লোক সমাগম করার বিষয়েও বিচ্ছিন্ন তথ্য পাচ্ছে তারা।

তিনি বলেন, বিএনপি জ্বালাও পোড়াও করে একবার ভুল করছে। আরেকবার ভুল করলে দেশের মানুষ তাদের ক্ষমা করবে না।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে কতদিনে দেশ স্বাধীন হতো, কেউ জানে না। তিনি কারো সাথে কম্প্রোমাইজ করেননি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্ত যার যার শরীরে প্রবাহিত হয়েছে, হত্যাকারীরা তাদেরকেই লক্ষ্য করেছিল। দেশে ফিরেই শেখ হাসিনা দৌড়ে গিয়েছিলেন ৩২ নম্বরে, তাকে ঢুকতে দেয়া হয়নি। এ দৃশ্য এখনো আমাকে কাঁদায়। শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও দেশ আলোকিত করতে পারতেন।