স্পোর্টস ডেস্ক :
প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫৮ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে হারলো বাংলার মেয়েরা।
বৃহস্পতিবার (৪ মে) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। এই ম্যাচের বাগড়া দেয় বৃষ্টি। আর তাই ম্যাচটি নেমে আসে ৩০ ওভারে। কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান দল। পরে দেখা গেলো বাংলাদেশের বোলারদের ছন্নছাড়া বোলিং তাদের উপকারই করেছে। নির্ধারিত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। অধিনায়ক চামারি আত্তাপাত্তু সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া হর্ষিতা সামারাবিক্রমার ব্যাট থেকে আসে ৪৫ রানের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে জাহানার আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি ও ফাহিমা খাতুন প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বিধ্বংসী শুরুর প্রয়োজন ছিল। সেই ঝলকটা দেখা যায়নি যদিও। ৩৫ রান তুলতেই বাংলাদেশ হারায় টপ অর্ডারের তিন উইকেট! এরপর চতুর্থ উইকেটে নিগার সুলতানা ও ফারজানা হক মিলে ৬১ রানের জুটি গড়েছেন। নিগার ৫১ বলে ৩৬ রান করে আউট হতেই আবার ঘটে ছন্দপতন। ফারজানার ব্যাট থেকে আসে ২৪ রান। লেজের ব্যাটারদের ব্যর্থতায় ২৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান।
লঙ্কান বোলারদের মধ্যে ঋষি রণসিংহে ৩৪ রানে পাঁচটি উইকেট নিয়েছেন।
আগামী ৭ মে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এরপর আগামী ৯, ১১ ও ১২ মে দু’দল টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুুখি হবে।