স্পোর্টস ডেস্ক :
গত বছর এশিয়া কাপের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছিলেন সাবেক ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। এরপর থেকে বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা মধুর হয়নি শ্রীরামের।
আরেকটি বিশ্বকাপের আগে টাইগারদের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধছেন তিনি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীধরন শ্রীরাম।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।
গত বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা মধুর হয়নি শ্রীরামের। তবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীধরন শ্রীরাম।
বাংলাদেশের আগে অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন। এর আগে ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত দলটির পরামর্শক হিসেবে কাজ করেছেন।
২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের জার্সিতে ৮ ওয়ানডে খেলছেন শ্রীধরন শ্রীরাম। জাতীয় দল ক্যারিয়ার লম্বা না হলেও ১৮ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তার। ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়ে পরে আইপিএলের বিভিন্ন দলের সঙ্গেও কাজ করেছেন শ্রীধরন।