নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সবাই যখন মাগরিবের নামাজ পড়ছিল, ঠিক ওই সময় শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহণ নামে একটি সবুজ রংয়ের বাস আসে। বাসটি যাত্রী নামানোর সময় হঠাৎ করে বাসের পেছনে আগুন জ্বলে ওঠে। এ সময় আশপাশের লোকজন দ্রুত পানি এনে আগুন নেভায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ইমরুল গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, ওয়েলকাম পরিবহনে যাত্রী বেশে উঠে আগুন দিয়ে বাসটি থেকে নেমে যায় কয়েকজন দুষ্কৃতিকারী। উপস্থিত জনতার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বুধবার ১১ টা ৫৫ মিনিটের দিকে একই কায়দায় রাজধানীর মুগদা এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।