Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে পাপনের গোল, জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২০৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। আর কোনো আন্তর্জাতিক ম্যাচের সূচি নেই। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের ভুলে গোল হজম করে পিছিয়ে পড়ল বাংলাদেশ। সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। মজিবুর রহমান জনির নজরকাড়া লক্ষ্যভেদে প্রথমার্ধের শেষদিকে মিলল সমতার স্বস্তি। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাল কাঁপিয়ে দলকে বুনো উল্লাসে মাতালেন পাপন সিং। দুই মিডফিল্ডারের কল্যাণে মালদ্বীপকে হারাল লাল-সবুজ জার্সিধারীরা।

শনিবার (১৬ নভেম্বর) ঘরের মাঠে বসুন্ধরা কিংস অ্যারেনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে হাভিয়ের কাবরেরা শিষ্যরা। ২৪তম আলি ফাসিরের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। ৪৩তম মিনিটে জনির নৈপুণ্যে সমতা টানে বাংলাদেশ। এরপর শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ব্যবধান গড়ে দেন বদলি নামা পাপন। গত বুধবার একই ভেন্যুতে হওয়া আগের লড়াইয়ে মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছিল স্বাগতিকরা। অর্থাৎ দুই ম্যাচের সিরিজ শেষ হলো সমতায়।

একটি পরিবর্তন এনে শুরুর একাদশ সাজান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা; কাজেম শাহ কিরমানির বদলে মাঝমাঠে খেলান জনিকে। আস্থার প্রতিদান এই মিডফিল্ডার দিলেন দলের জয়ে বড় অবদান রেখে।

দুই দলের খেলাই শুরুতে ছিল সাদামাটা। অষ্টাদশ মিনিটে প্রথম আক্রমণ শাণায় মালদ্বীপ; আগের ম্যাচে জয়সূচক গোল করা ফাসিরের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

২৪তম মিনিটে তপুর ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভুল পাসে অভিজ্ঞ ডিফেন্ডার বল তুলে দেন ইব্রাহিম মাহাদির পায়ে। মাহাদির থ্রু পাস ধরে সাদউদ্দিন ও তপুর ফাঁক দিয়ে বেরিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফাসির।

৪০তম মিনিটে প্রথম ভালো আক্রমণ শাণায় বাংলাদেশ। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেনের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিমের শট ফিস্ট করে ফেরান গোলরক্ষক। ফিরতি বলে ফাঁকায় থাকা শেখ মোরসালিনের শট যায় ক্রসবারের ওপর দিয়ে।

তিন মিনিট পর গোলের উল্লাসে মেতে ওঠে লাল-সবুজের গ্যালারি। সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে, প্রতিপক্ষের অনেক খেলোয়াড়ের মাঝ দিয়ে জায়গা করে নিয়ে ডান পায়ের শট নেন মজিবুর রহমান জনি। ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক শারিফ হুসেইনের গ্লাভসকে ফাঁক দিয়ে জালে জড়ায় বল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ পায় বাংলাদেশ। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে শট নেন রাকিব। লাফিয়ে আঙুলের টোকায় ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন গোলরক্ষক।

৫৩তম মিনিটে নাইজ হাসানের ক্রসে দূরের পোস্টে থাকা রিজওয়ান আহমেদের হেডে বল গোলরক্ষক মিতুল মারমার গ্লাভস গলে বেরিয়ে গেলে দ্রুত ক্লিয়ার করেন সাদউদ্দিন। এরপর ইউসুফ হোসেনেইর বিপজ্জনক ক্রস ফিস্ট করে ফেরান মিতুল।

৭১তম মিনিটে জনি ও ফাহিমকে তুলে শাহরিয়ার ইমন ও চন্দন রায়কে নামান কাবরেরা। পাঁচ মিনিট পর মোরসালিনের বদলি নামেন পিয়াস আহমেদ নোভা। জাতীয় দলের হয়ে অভিষেক হলো এই তরুণ ফরোয়ার্ডের। ৮২তম মিনিটে দূরূহ কোণ থেকে বাইরের জাল কাঁপান পিয়াস।

৮৪তম মিনিটে গোলের সবর্ণ সুযোগ নষ্ট করেন পিয়াস। ইমনের দূরপাল্লার শট গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে যায়, কিন্তু সামনে থাকা পিয়াসের শট অভাবনীয়ভাবে পোস্টের অনেক বাইরে দিয়ে যায়।

যোগ করা সময়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইমনের ক্রসে গোলমুখ থেকে প্লেসিং শটে জয়সূচক গোলটি করেন শেষ দিকে বদলি নামা পাপন।

চলতি বছরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলল বাংলাদেশ। ৮ ম্যাচে ৬ হার ও দুই জয় নিয়ে বছর শেষ করল কাবরেরার দল। আগের জয়টি বাংলাদেশ পেয়েছিল গত সেপ্টেম্বরে, ভুটানের বিপক্ষে।

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্র সামনে রেখে এই দুটি ম্যাচ খেলল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে উন্নতির প্রত্যাশা ছিল; কিন্তু মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচের হারে সেই চাওয়া পূরণ হলো না। তারপরও, বছরের শেষটা অন্তত জয়ের হাসিতে করতে পারল কাবরেরার দল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

শেষ মুহূর্তে পাপনের গোল, জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। আর কোনো আন্তর্জাতিক ম্যাচের সূচি নেই। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের ভুলে গোল হজম করে পিছিয়ে পড়ল বাংলাদেশ। সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। মজিবুর রহমান জনির নজরকাড়া লক্ষ্যভেদে প্রথমার্ধের শেষদিকে মিলল সমতার স্বস্তি। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাল কাঁপিয়ে দলকে বুনো উল্লাসে মাতালেন পাপন সিং। দুই মিডফিল্ডারের কল্যাণে মালদ্বীপকে হারাল লাল-সবুজ জার্সিধারীরা।

শনিবার (১৬ নভেম্বর) ঘরের মাঠে বসুন্ধরা কিংস অ্যারেনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে হাভিয়ের কাবরেরা শিষ্যরা। ২৪তম আলি ফাসিরের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। ৪৩তম মিনিটে জনির নৈপুণ্যে সমতা টানে বাংলাদেশ। এরপর শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ব্যবধান গড়ে দেন বদলি নামা পাপন। গত বুধবার একই ভেন্যুতে হওয়া আগের লড়াইয়ে মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছিল স্বাগতিকরা। অর্থাৎ দুই ম্যাচের সিরিজ শেষ হলো সমতায়।

একটি পরিবর্তন এনে শুরুর একাদশ সাজান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা; কাজেম শাহ কিরমানির বদলে মাঝমাঠে খেলান জনিকে। আস্থার প্রতিদান এই মিডফিল্ডার দিলেন দলের জয়ে বড় অবদান রেখে।

দুই দলের খেলাই শুরুতে ছিল সাদামাটা। অষ্টাদশ মিনিটে প্রথম আক্রমণ শাণায় মালদ্বীপ; আগের ম্যাচে জয়সূচক গোল করা ফাসিরের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

২৪তম মিনিটে তপুর ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভুল পাসে অভিজ্ঞ ডিফেন্ডার বল তুলে দেন ইব্রাহিম মাহাদির পায়ে। মাহাদির থ্রু পাস ধরে সাদউদ্দিন ও তপুর ফাঁক দিয়ে বেরিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফাসির।

৪০তম মিনিটে প্রথম ভালো আক্রমণ শাণায় বাংলাদেশ। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেনের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিমের শট ফিস্ট করে ফেরান গোলরক্ষক। ফিরতি বলে ফাঁকায় থাকা শেখ মোরসালিনের শট যায় ক্রসবারের ওপর দিয়ে।

তিন মিনিট পর গোলের উল্লাসে মেতে ওঠে লাল-সবুজের গ্যালারি। সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে, প্রতিপক্ষের অনেক খেলোয়াড়ের মাঝ দিয়ে জায়গা করে নিয়ে ডান পায়ের শট নেন মজিবুর রহমান জনি। ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক শারিফ হুসেইনের গ্লাভসকে ফাঁক দিয়ে জালে জড়ায় বল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ পায় বাংলাদেশ। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে শট নেন রাকিব। লাফিয়ে আঙুলের টোকায় ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন গোলরক্ষক।

৫৩তম মিনিটে নাইজ হাসানের ক্রসে দূরের পোস্টে থাকা রিজওয়ান আহমেদের হেডে বল গোলরক্ষক মিতুল মারমার গ্লাভস গলে বেরিয়ে গেলে দ্রুত ক্লিয়ার করেন সাদউদ্দিন। এরপর ইউসুফ হোসেনেইর বিপজ্জনক ক্রস ফিস্ট করে ফেরান মিতুল।

৭১তম মিনিটে জনি ও ফাহিমকে তুলে শাহরিয়ার ইমন ও চন্দন রায়কে নামান কাবরেরা। পাঁচ মিনিট পর মোরসালিনের বদলি নামেন পিয়াস আহমেদ নোভা। জাতীয় দলের হয়ে অভিষেক হলো এই তরুণ ফরোয়ার্ডের। ৮২তম মিনিটে দূরূহ কোণ থেকে বাইরের জাল কাঁপান পিয়াস।

৮৪তম মিনিটে গোলের সবর্ণ সুযোগ নষ্ট করেন পিয়াস। ইমনের দূরপাল্লার শট গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে যায়, কিন্তু সামনে থাকা পিয়াসের শট অভাবনীয়ভাবে পোস্টের অনেক বাইরে দিয়ে যায়।

যোগ করা সময়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইমনের ক্রসে গোলমুখ থেকে প্লেসিং শটে জয়সূচক গোলটি করেন শেষ দিকে বদলি নামা পাপন।

চলতি বছরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলল বাংলাদেশ। ৮ ম্যাচে ৬ হার ও দুই জয় নিয়ে বছর শেষ করল কাবরেরার দল। আগের জয়টি বাংলাদেশ পেয়েছিল গত সেপ্টেম্বরে, ভুটানের বিপক্ষে।

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্র সামনে রেখে এই দুটি ম্যাচ খেলল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে উন্নতির প্রত্যাশা ছিল; কিন্তু মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচের হারে সেই চাওয়া পূরণ হলো না। তারপরও, বছরের শেষটা অন্তত জয়ের হাসিতে করতে পারল কাবরেরার দল।