Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে দুই ভুয়া পরীক্ষার্থীর ১৫ দিনের কারাদণ্ড

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জান্নাতুল ফেরদৌস নামের এক ভুয়া শিক্ষার্থীকে ১ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এসএসসি পরীক্ষার ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সারিকালিনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল হক (২৪), দিঘীরপাড় গ্রামের ছামিউল হকের ছেলে হানিফ (১৯) ও জান্নাতুল ফেরদৌস (২১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী শ্রী রতন রবি দাস, মো. হানিফ তার বন্ধু পরীক্ষার্থী মো. বিল্লাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস তার মা নুরুন্নাহারের পরিবর্তে এসএসসি (ভোকেশনাল) শাখার রসায়ন-২ (১৯২৬) এর প্রক্সি পরীক্ষা দিতে যান।

পরীক্ষার্থীরা উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখার শিক্ষার্থী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব মো. আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক, হানিফ ও জান্নাতুল ফেরদৌস পরীক্ষার্থী সেজে পরীক্ষার্থীদের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনামুল হক ও মো. হানিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা করে অর্থদণ্ড এবং জান্নাতুল ফেরদৌসকে ১ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

শেরপুরে দুই ভুয়া পরীক্ষার্থীর ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জান্নাতুল ফেরদৌস নামের এক ভুয়া শিক্ষার্থীকে ১ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এসএসসি পরীক্ষার ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সারিকালিনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল হক (২৪), দিঘীরপাড় গ্রামের ছামিউল হকের ছেলে হানিফ (১৯) ও জান্নাতুল ফেরদৌস (২১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী শ্রী রতন রবি দাস, মো. হানিফ তার বন্ধু পরীক্ষার্থী মো. বিল্লাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস তার মা নুরুন্নাহারের পরিবর্তে এসএসসি (ভোকেশনাল) শাখার রসায়ন-২ (১৯২৬) এর প্রক্সি পরীক্ষা দিতে যান।

পরীক্ষার্থীরা উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখার শিক্ষার্থী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব মো. আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক, হানিফ ও জান্নাতুল ফেরদৌস পরীক্ষার্থী সেজে পরীক্ষার্থীদের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনামুল হক ও মো. হানিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা করে অর্থদণ্ড এবং জান্নাতুল ফেরদৌসকে ১ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।