বিনোদন ডেস্ক :
উত্তাল আরব সাগর। ঢেউ এসে আঁচড়ে পড়ছে তীরে। সাগরের হাঁটু জলে দাঁড়িয়ে প্রয়াত অভিনেত্রী শেফালির স্বামী পরাগ ত্যাগী। তার গায়ে ডোরাকাটা শার্ট। হাঁটু পর্যন্ত গোটানো জিন্স প্যান্ট। উসকোখুসকো চুলগুলো হেয়ারব্যান্ডে বাঁধা। তার সঙ্গে রয়েছেন পরিবারের কয়েকজন সদস্য। কিছুক্ষণ পরে শেফালির অস্থিভস্ম উত্তাল সাগর জলে ভাসিয়ে দেন পরাগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়; যা এখন ভাইরাল।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগীকে এদিন খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল। স্ত্রীর চিতাভস্ম ভাসিয়ে দিতে যাচ্ছেন, এমন মুহূর্তে বুকে সেই অস্থিগুলো চেপে ধরে রাখেন পরাগ, ভেঙে পড়ছিলেন কান্নায়। এছাড়াও শেফালীর অস্থি বিসর্জনেরও একটি ভিডিও দেখা যায়। সেখানে পরাগ নিজেকে সামলাতে হিমসিম খান।
গত ২৭ জুন রাতে আকস্মিকভাবে মারা যান ‘কাঁটা লাগা গার্ল’খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা। তার মৃত্যুতে স্তব্ধ গোটা বলিউড। শেফালির স্বামী পরাগ ত্যাগী স্ত্রীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রবিবার (২৯ জুন) মুম্বাইয়ে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানে কান্নায় ভেঙে পড়েন পরাগ ত্যাগী। স্ত্রীর অস্থিভস্ম সাগর জলে ভাসিয়ে দিয়ে ঠিকমতো হাঁটতে পারছিলেন তিনি।
শেফালির মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। এত কম বয়সে মৃত্যু হওয়ায় নানা ধরনের প্রশ্ন উঠেছে। যদিও প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু পায়নি পুলিশ।
পুলিশের বরাত দিয়ে নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাতে অন্যান্য দিনের মতোই কিছু ওষুধ খেয়েছিলেন শেফালি। সন্ধ্যায় একটি ইঞ্জেকশন নেন তিনি। এই অ্যান্টি এজিং ড্রাগ বা বয়স কমানোর ওষুধটি গত কয়েক বছর ধরেই বিশেষজ্ঞদের পরামর্শমতো নিতেন শেফালি। রাতে শেফালির ব্লাড প্রেসার হঠাৎ অনেকটা কমে যায়; কাঁপতে শুরু করেন তিনি। পর শেফালির পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
একটি সূত্র এনডিটিভিকে বলেন, আম্বলি থানা পুলিশের দুটো টিম এ মামলার তদন্ত করছে। কপার হাসপাতালে শেফালির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের ভিডিও ধারণ করা হয়েছে। পুলিশ ৭টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। শেফালির পরিবারের সদস্য ও যে ফার্মেসি থেকে ওষুধ নিতেন এমন ১৪ জনের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ।
১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সমাধি’ সিনেমার জন্য ‘কাটা লাগা’ গানে কণ্ঠ দেন লতা মঙ্গেশকর। ২০০২ সালে এ গানের রিমেক হয়। মাত্র ১৯ বছর বয়সে সেই গানের মডেল হিসেবে প্রথম সবার নজর কাড়েন ভারতীয় মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালা।
২০০৪ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সালমান খান, অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই সিনেমায় ক্যামিও চরিত্রেও অভিনয় করেন শেফালি। সালমান, অক্ষয় এবং প্রিয়াঙ্কার মতো তারকার সঙ্গে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা।
এরই মাঝে সংগীত পরিচালক হরমিত সিংহের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শেফালি। ২০০৪ সালে হরমিতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। কিন্তু এ সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৯ সালে হরমিতের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শেফালির। অভিনেত্রীর দাবি— তাকে শারীরিক-মানসিক অত্যাচার করতেন হরমিত।
বিবাহবিচ্ছেদের পর হিন্দি ধারাবাহিকের অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শেফালি। কিন্তু এ সম্পর্কেরও ইতি টানেন তিনি। এরপর টেলিভিশনের খ্যাতনামা তারকা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়ান শেফালি। ২০১২ সালে নাচের একটি রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হিসেবে জুটি বেঁধে অংশগ্রহণ করেন এই দুই তারকা। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৪ সালে পরাগের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শেফালি।