Dhaka সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হয়ে যাবে : মীর স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক :

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার ৫ আগস্টেই হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের প্রকাশের অপেক্ষা। তবে যে অপরাধ করেছে, তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্নিগ্ধ বলেন, ৫ আগস্টের ঘটনার মধ্যেই জনগণ হাসিনার বিরুদ্ধে রায় জানিয়ে দিয়েছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় ঘোষণার অপেক্ষা। তার ভাষায়, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের প্রতীক্ষায় আছে, আর সবাই চায় ‘শাস্তি কার্যকর হোক।’

ফাঁসির রায় প্রত্যাশা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এই রায় না হওয়ার কোনো কারণ নেই, কারণ ৫ আগস্টেই জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় হওয়ার কথা রয়েছে। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

শেখ হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হয়ে যাবে : মীর স্নিগ্ধ

প্রকাশের সময় : ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার ৫ আগস্টেই হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের প্রকাশের অপেক্ষা। তবে যে অপরাধ করেছে, তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্নিগ্ধ বলেন, ৫ আগস্টের ঘটনার মধ্যেই জনগণ হাসিনার বিরুদ্ধে রায় জানিয়ে দিয়েছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় ঘোষণার অপেক্ষা। তার ভাষায়, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের প্রতীক্ষায় আছে, আর সবাই চায় ‘শাস্তি কার্যকর হোক।’

ফাঁসির রায় প্রত্যাশা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এই রায় না হওয়ার কোনো কারণ নেই, কারণ ৫ আগস্টেই জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় হওয়ার কথা রয়েছে। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।