Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শুরুর আগেই পিএসএল শেষ লিটনের, ফিরছেন দেশে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২৯৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অনেক আশা নিয়ে গোটা পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) গোটা মৌসুম খেলতে গিয়েছিলেন লিটন কুমার দাস। অফ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে রানে ফিরিয়ে আনতে বিসিবিও স্বাছন্দ্যে দিয়েছিল অনাপত্তিপত্র। করাচি কিংসের হয়ে খেলতে যাওয়ার ব্যাপারে লিটনও ছিলেন দারুণ আগ্রহী। পাকিস্তান যাত্রার পথে বিমান থেকে তোলা ছবি ও হোটেলে তাঁকে দেওয়া অভ্যর্থনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সানন্দ্যে।

তবে মানুষের ইচ্ছে ও স্রষ্টার পরিকল্পনার মাঝে যে ফারাক থেকে যায়! তাই লিটনকে ফিরে আসতে হচ্ছে পাকিস্তান থেকে। শনিবার (১২ এপ্রিল) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটা বার্তায় ব্যাপারটা নিশ্চিত করেছেন লিটন। এই ৩০ বছর বয়সী কিপার-ব্যাটার জানান আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। তাই দেশে ফিরে আসছেন।

লিটন লিখেন, “আশা করি সবাই ভালো আছেন। পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আমি সত্যিই অনেক উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা অন্য কিছু পরিকল্পনা করেছেন। অনুশীলন সেশনের সময় আমার আঙুলে চোট লাগে। স্ক্যানে দেখা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে এবং সেরে উঠতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।

দুঃখের বিষয়, আমার পিএসএল যাত্রা শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। আমার দল করাচি কিংসের জন্য রইল অনেক অনেক শুভকামনা।”

প্রসঙ্গত, শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের সঙ্গে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। তবে রিশাদবিহীন ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে লাহোর। আজ (শনিবার) পিএসএল মিশন শুরুর কথা ছিল লিটনের দল করাচি কিংসের। রাত ৯টায় দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুলতান সুলতান্সের মুখোমুখি হবে।

এর আগে ড্রাফট থেকে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় পিএসএলের ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে পেশোয়ার জালমি, সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়। পরবর্তীতে পিএসএলের শুরু থেকেই পুরো সময়ের জন্য লিটন-রিশাদকে এনওসি দিয়েছিল বিসিবি। আর রানা লিগটিতে খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম টেস্ট শেষে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শুরুর আগেই পিএসএল শেষ লিটনের, ফিরছেন দেশে

প্রকাশের সময় : ০২:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

অনেক আশা নিয়ে গোটা পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) গোটা মৌসুম খেলতে গিয়েছিলেন লিটন কুমার দাস। অফ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে রানে ফিরিয়ে আনতে বিসিবিও স্বাছন্দ্যে দিয়েছিল অনাপত্তিপত্র। করাচি কিংসের হয়ে খেলতে যাওয়ার ব্যাপারে লিটনও ছিলেন দারুণ আগ্রহী। পাকিস্তান যাত্রার পথে বিমান থেকে তোলা ছবি ও হোটেলে তাঁকে দেওয়া অভ্যর্থনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সানন্দ্যে।

তবে মানুষের ইচ্ছে ও স্রষ্টার পরিকল্পনার মাঝে যে ফারাক থেকে যায়! তাই লিটনকে ফিরে আসতে হচ্ছে পাকিস্তান থেকে। শনিবার (১২ এপ্রিল) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটা বার্তায় ব্যাপারটা নিশ্চিত করেছেন লিটন। এই ৩০ বছর বয়সী কিপার-ব্যাটার জানান আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। তাই দেশে ফিরে আসছেন।

লিটন লিখেন, “আশা করি সবাই ভালো আছেন। পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আমি সত্যিই অনেক উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা অন্য কিছু পরিকল্পনা করেছেন। অনুশীলন সেশনের সময় আমার আঙুলে চোট লাগে। স্ক্যানে দেখা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে এবং সেরে উঠতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।

দুঃখের বিষয়, আমার পিএসএল যাত্রা শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। আমার দল করাচি কিংসের জন্য রইল অনেক অনেক শুভকামনা।”

প্রসঙ্গত, শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের সঙ্গে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। তবে রিশাদবিহীন ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে লাহোর। আজ (শনিবার) পিএসএল মিশন শুরুর কথা ছিল লিটনের দল করাচি কিংসের। রাত ৯টায় দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুলতান সুলতান্সের মুখোমুখি হবে।

এর আগে ড্রাফট থেকে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় পিএসএলের ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে পেশোয়ার জালমি, সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়। পরবর্তীতে পিএসএলের শুরু থেকেই পুরো সময়ের জন্য লিটন-রিশাদকে এনওসি দিয়েছিল বিসিবি। আর রানা লিগটিতে খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম টেস্ট শেষে।