Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে : গয়েশ্বর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ১৮৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দমন-পীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। সরকার আর বেশি দিন থাকতে পারবে না। শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে’ এক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি।

গয়েশ্বর রায় বলেন, এই সরকারের হায়াত আমি বলতে পারবো না। কিন্তু বেশিদিন তো থাকার কথা না। বিশ্ববাসী দেখছে- সরকার নানা জায়গায় ক্যারেক্টার সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে নির্মূল করবেন। আপনি নিজেই নির্মূল হয়ে গেছেন। সময়মতো সেটা টের পাবেন। দীর্ঘদিন সরকারের আছেন, কিন্তু সরকারে না থাকলে আওয়ামী লীগের নাম থাকবে না। আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

গয়েশ্বর বলেন, আমাদের এখন বক্তব্যের কিছু নাই। বক্তব্যে জনগণ দিয়ে দিয়েছে। মিডিয়ায় যারা লেখালেখি করেন, তারা কিন্তু ৭ তারিখে জবাব দিয়ে দিয়েছে। এখানে দুটি নির্বাচন হয়েছে। একটি ৯৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না করেছে। তারপরও তিনি প্রধানমন্ত্রী। এরপরেও তারা সংসদ সদস্য।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দরিদ্রদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। ধনীদের সংখ্যাও বাড়ছে। কিন্তু তাদেরকে ধনী বলা যায় না। তারা অসৎ ও লুটেরা। জনগণের রক্ত চুষে কিছু লোকের কাছে সকল টাকা জমা। সেই টাকা রাখায় জায়গা নাই। তারা বিদেশে পাচার করছেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের মালিক ভারত, চীন, আর রাশিয়া নয়। তারা কি বললো এতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। দেশে দিন দিন গরীবের সংখ্যা বাড়ছে। অন্যদিকে জনগণের টাকা বিদেশে পাচার করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে : গয়েশ্বর

প্রকাশের সময় : ১০:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দমন-পীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। সরকার আর বেশি দিন থাকতে পারবে না। শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে’ এক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি।

গয়েশ্বর রায় বলেন, এই সরকারের হায়াত আমি বলতে পারবো না। কিন্তু বেশিদিন তো থাকার কথা না। বিশ্ববাসী দেখছে- সরকার নানা জায়গায় ক্যারেক্টার সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে নির্মূল করবেন। আপনি নিজেই নির্মূল হয়ে গেছেন। সময়মতো সেটা টের পাবেন। দীর্ঘদিন সরকারের আছেন, কিন্তু সরকারে না থাকলে আওয়ামী লীগের নাম থাকবে না। আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

গয়েশ্বর বলেন, আমাদের এখন বক্তব্যের কিছু নাই। বক্তব্যে জনগণ দিয়ে দিয়েছে। মিডিয়ায় যারা লেখালেখি করেন, তারা কিন্তু ৭ তারিখে জবাব দিয়ে দিয়েছে। এখানে দুটি নির্বাচন হয়েছে। একটি ৯৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না করেছে। তারপরও তিনি প্রধানমন্ত্রী। এরপরেও তারা সংসদ সদস্য।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দরিদ্রদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। ধনীদের সংখ্যাও বাড়ছে। কিন্তু তাদেরকে ধনী বলা যায় না। তারা অসৎ ও লুটেরা। জনগণের রক্ত চুষে কিছু লোকের কাছে সকল টাকা জমা। সেই টাকা রাখায় জায়গা নাই। তারা বিদেশে পাচার করছেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের মালিক ভারত, চীন, আর রাশিয়া নয়। তারা কি বললো এতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। দেশে দিন দিন গরীবের সংখ্যা বাড়ছে। অন্যদিকে জনগণের টাকা বিদেশে পাচার করা হচ্ছে।