Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শুটিং গুরুতর আহত প্রিয়াঙ্কা চোপড়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শুটিং সেটে আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আহত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

প্রিয়াঙ্কা বর্তমানে ‘হেডস অব স্টেট’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ওই সিনেমার শুটিংয়ের অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই আহত হয়েছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রক্তাক্ত মুখের একটি ছবি স্টোরিতে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

ছবির ক্যাপশনে লেখেন, ‘জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে!’

ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কার কপাল ও গালের একপাশে ছোপ ছোপ রক্তের দাগ। চোখে মুখে ক্লান্তি।

প্রিয়াঙ্কার এমন ছবি দেখে নেটিজেনরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন করেছেন, কী হয়েছে দেশিগার্লের?

জানা গেছে, ফ্রান্সে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রয়েছে তার মেয়ে মালতিও। ছবি শুটিংয়ের ফাঁকে মালতির সঙ্গে সময়ও কাটাচ্ছেন তিনি। দেশটির এদিক ওদিকে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে মা ও মেয়েকে।

কয়েকদিন আগেই ভারতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাই গিয়ে প্রথমে ফারহান আখতার এবং পরে সঞ্জয়লীলা বনশালির সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র বলছে, ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জারা’ সিনেমা নিয়ে কথা বলেছেন। যাতে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের কাজ করার কথা ছিল। কিন্তু সিনেমাটি শুরু করার আগেই তা ছেড়ে দিয়েছেন এই তিন অভিনেত্রী। আর সেই সিনেমা নিয়েই ফের কথা বলার জন্য নাকি ফারহান আখতারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা।

এ নায়িকা ‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউড নিয়ে ব্যস্ত। পাশাপাশি স্বামী নিক জোনাসের সঙ্গে ঘুরে বেড়ান। নিজের থেকে ১০ বছরের ছোট মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান তিনি। তবে বিয়ে করতে সময় নেননি তারা। হিন্দু ও খ্রিস্টান রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শুটিং গুরুতর আহত প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশের সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক : 

শুটিং সেটে আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আহত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

প্রিয়াঙ্কা বর্তমানে ‘হেডস অব স্টেট’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ওই সিনেমার শুটিংয়ের অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই আহত হয়েছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রক্তাক্ত মুখের একটি ছবি স্টোরিতে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

ছবির ক্যাপশনে লেখেন, ‘জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে!’

ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কার কপাল ও গালের একপাশে ছোপ ছোপ রক্তের দাগ। চোখে মুখে ক্লান্তি।

প্রিয়াঙ্কার এমন ছবি দেখে নেটিজেনরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন করেছেন, কী হয়েছে দেশিগার্লের?

জানা গেছে, ফ্রান্সে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রয়েছে তার মেয়ে মালতিও। ছবি শুটিংয়ের ফাঁকে মালতির সঙ্গে সময়ও কাটাচ্ছেন তিনি। দেশটির এদিক ওদিকে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে মা ও মেয়েকে।

কয়েকদিন আগেই ভারতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাই গিয়ে প্রথমে ফারহান আখতার এবং পরে সঞ্জয়লীলা বনশালির সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র বলছে, ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জারা’ সিনেমা নিয়ে কথা বলেছেন। যাতে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের কাজ করার কথা ছিল। কিন্তু সিনেমাটি শুরু করার আগেই তা ছেড়ে দিয়েছেন এই তিন অভিনেত্রী। আর সেই সিনেমা নিয়েই ফের কথা বলার জন্য নাকি ফারহান আখতারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা।

এ নায়িকা ‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউড নিয়ে ব্যস্ত। পাশাপাশি স্বামী নিক জোনাসের সঙ্গে ঘুরে বেড়ান। নিজের থেকে ১০ বছরের ছোট মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান তিনি। তবে বিয়ে করতে সময় নেননি তারা। হিন্দু ও খ্রিস্টান রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।