Dhaka মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা  থেকে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান একই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শায়লা পারভীন।

আহতরা হলেন- পঞ্চগ্রাম কাজীকান্দি এলাকা শাহানা বেগম (৫৬), মজিদ কাজী (৬০), নুসরাত জাহান (৭), সাইমা আক্তার (৮), সুহাদা আক্তার (৩৪) এবং রুবেল ফকির। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহতরা জানিয়েছেন, সকালে একটি পাগলা কুকুর গ্রামের মানুষকে কামড়াতে শুরু করে। প্রথমে আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আরও পাঁচজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসক শায়লা পারভীন বলেন, আহত সবাইকে জলাতঙ্ক প্রতিরোধের টিকা প্রদান করা হয়েছে। এ ছাড়া ক্ষতস্থানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শিবচরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

শিবচরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

প্রকাশের সময় : ১১:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা  থেকে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান একই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শায়লা পারভীন।

আহতরা হলেন- পঞ্চগ্রাম কাজীকান্দি এলাকা শাহানা বেগম (৫৬), মজিদ কাজী (৬০), নুসরাত জাহান (৭), সাইমা আক্তার (৮), সুহাদা আক্তার (৩৪) এবং রুবেল ফকির। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহতরা জানিয়েছেন, সকালে একটি পাগলা কুকুর গ্রামের মানুষকে কামড়াতে শুরু করে। প্রথমে আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আরও পাঁচজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসক শায়লা পারভীন বলেন, আহত সবাইকে জলাতঙ্ক প্রতিরোধের টিকা প্রদান করা হয়েছে। এ ছাড়া ক্ষতস্থানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।