Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

মাদারীপুর জেলা প্রতিনিধি :

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এক যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতুর ওপরে ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে যাত্রীবাহী ‘ওয়েলকাম পরিবহন’ সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভাঙ্গাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতালে পৌঁছানোর পরও আরও দুজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়। বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

প্রকাশের সময় : ১২:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

মাদারীপুর জেলা প্রতিনিধি :

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এক যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতুর ওপরে ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে যাত্রীবাহী ‘ওয়েলকাম পরিবহন’ সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভাঙ্গাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতালে পৌঁছানোর পরও আরও দুজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়। বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।