Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে এয়ারপোর্ট পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : 

একাদশমত বারের মতো বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ২টা ৩৪ মিনিটে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক (মিডিয়) শাহজাহান সিকদার।

তিনি বলেন, শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। আগুন লাগার দৃশ্য দেখে সেখান থেকে একজন ফায়ার সার্ভিসের নম্বরে ফোন দেন। সেই সাথে সহযোগিতা চান। এরপর ২টা ৪২ মিনিটে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, এ সময় তারা পুলিশ প্রটেকশনে আগুন নেভাতে সক্ষম হন। তবে এ ঘটনা কেউ হতাহত হয়নি।

এর আগে দুপুর ১২টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে সাভার পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়া সকাল ৯টার দিকে ধানমন্ডিতে রজণীগন্ধা নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বাংলামোটর মোড়ে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এ ছাড়া রাতে যাত্রাবাড়ী থানার কাজলা ওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার তথ্য পাওয়া যায়।

এদিকে গতকাল দুপুরে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহবাগে এয়ারপোর্ট পরিবহনের বাসে আগুন

প্রকাশের সময় : ০৪:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

একাদশমত বারের মতো বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ২টা ৩৪ মিনিটে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক (মিডিয়) শাহজাহান সিকদার।

তিনি বলেন, শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। আগুন লাগার দৃশ্য দেখে সেখান থেকে একজন ফায়ার সার্ভিসের নম্বরে ফোন দেন। সেই সাথে সহযোগিতা চান। এরপর ২টা ৪২ মিনিটে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, এ সময় তারা পুলিশ প্রটেকশনে আগুন নেভাতে সক্ষম হন। তবে এ ঘটনা কেউ হতাহত হয়নি।

এর আগে দুপুর ১২টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে সাভার পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়া সকাল ৯টার দিকে ধানমন্ডিতে রজণীগন্ধা নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বাংলামোটর মোড়ে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এ ছাড়া রাতে যাত্রাবাড়ী থানার কাজলা ওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার তথ্য পাওয়া যায়।

এদিকে গতকাল দুপুরে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।