Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে আউটসোর্সিং কর্মীদের অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : 

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) অবরোধের কারণে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে।

‘আউটসোর্সিং বৈষম্যবিরোধী আন্দোলন’ ব্যানারে আন্দোলন করা ব্যক্তিদের দাবি, সব ধরনের চাকরিতে আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। অবিলম্বে সব আউটসোর্সিং কর্মীদের চাকরি স্থায়ী করতে হবে। না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মহিলা বিষয়ক অধিদফতরের আউটসোর্সিং কর্মচারী রাহেল রায়হান বলেন, ‘আমাদের দৈনিক হাজিরা ভিত্তিক বেতন দেওয়া হয়। চাকরিটা অস্থায়ী হওয়ায় অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় আমাদের। কোনোকিছু হলেই চাকরিচ্যুত করা হয়। আমরা চাকরির নিশ্চয়তা চাই, চাকরি স্থায়ী চাই। এই আউটসোর্সিং একটি বৈষম্যমূলক প্রথা। আমরা এই প্রথার বাতিল চাই।’

শাহবাগ অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে বাখরাবাদ গ্যাস কোম্পানির কর্মচারী জাহানারা বেগম বলেন, ‘আজ সারা দিন আমাদের দাবি আদায়ে কর্মসূচি চলবে। দাবি মেনে নেওয়া না হলে আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো। আউটসোর্সিং প্রথা বাতিল করে আমাদের চাকরি স্থায়ী করলেই আমরা ঘরে ফিরবো।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আশপাশের সড়কের তীব্র যানজট। বেসরকারি অফিসগামীসহ কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছে। অসুস্থতো লোকদের বহনকারী গাড়ি যেতেও বাধা দিচ্ছে। হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পল্টন প্রেসক্লাবগামী সব সড়ক পরিপূর্ণ বন্ধ। আন্দোলনকারীদের অনেকে রাস্তা বন্ধ করে দিতে বলছেন। তাদের মুখে মুখোশ পরা।

সিলেট থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, চাকরি জাতীয়করণ আমাদের এক দফা দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘আজ সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি।’

এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহবাগে আউটসোর্সিং কর্মীদের অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশের সময় : ১২:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) অবরোধের কারণে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে।

‘আউটসোর্সিং বৈষম্যবিরোধী আন্দোলন’ ব্যানারে আন্দোলন করা ব্যক্তিদের দাবি, সব ধরনের চাকরিতে আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। অবিলম্বে সব আউটসোর্সিং কর্মীদের চাকরি স্থায়ী করতে হবে। না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মহিলা বিষয়ক অধিদফতরের আউটসোর্সিং কর্মচারী রাহেল রায়হান বলেন, ‘আমাদের দৈনিক হাজিরা ভিত্তিক বেতন দেওয়া হয়। চাকরিটা অস্থায়ী হওয়ায় অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় আমাদের। কোনোকিছু হলেই চাকরিচ্যুত করা হয়। আমরা চাকরির নিশ্চয়তা চাই, চাকরি স্থায়ী চাই। এই আউটসোর্সিং একটি বৈষম্যমূলক প্রথা। আমরা এই প্রথার বাতিল চাই।’

শাহবাগ অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে বাখরাবাদ গ্যাস কোম্পানির কর্মচারী জাহানারা বেগম বলেন, ‘আজ সারা দিন আমাদের দাবি আদায়ে কর্মসূচি চলবে। দাবি মেনে নেওয়া না হলে আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো। আউটসোর্সিং প্রথা বাতিল করে আমাদের চাকরি স্থায়ী করলেই আমরা ঘরে ফিরবো।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আশপাশের সড়কের তীব্র যানজট। বেসরকারি অফিসগামীসহ কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছে। অসুস্থতো লোকদের বহনকারী গাড়ি যেতেও বাধা দিচ্ছে। হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পল্টন প্রেসক্লাবগামী সব সড়ক পরিপূর্ণ বন্ধ। আন্দোলনকারীদের অনেকে রাস্তা বন্ধ করে দিতে বলছেন। তাদের মুখে মুখোশ পরা।

সিলেট থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, চাকরি জাতীয়করণ আমাদের এক দফা দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘আজ সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি।’

এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।