‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’- এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে । শনিবার সকালে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,ভাইস চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ লিয়াকত,বাংলাদেশ মিল্কভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ।
আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় মৃত্যু: সিসি ক্যামেরায় মিলল খুনের প্রমান
এ ছাড়াও এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেন । আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি, সফল সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।