প্রায় ১ মাস পর শাহজাদপুরে ৩ বছর বয়সী শিশু নির্যতানের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ( ১০ সেমেপ্টম্বর) রাতে শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেছেন নির্যাতিত শিশুর পিতা।
মামলা সূত্রে প্রকাশ, গত ৭ আগষ্ট সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পাথালিয়াপাড়া গ্রামে ৩ বছর বয়সী শিশুকে চকলেটের লোভ দেখিয়ে শাহজাহানের ছেলে লম্পট ফজল (১৯) শারিরিকভাবে নির্যাতন করে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়।
এতে তার শারীরীক অবস্থার আরও অবনতি ঘটলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : শাহজাদপুরে বন্যার্তদের মাঝে মিল্কভিটার ভাইস চেয়ারম্যানের ত্রাণ বিতরণ
ঘটনার পর ধর্ষক ফজলের পরিবার প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে আসছিলো।
এ ঘটনায় ধর্ষক ফজল, ফজলের পিতা শাহজাহান ও চাচা ফেরদৌসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, এ ঘটনায় ৩ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।