নিজস্ব প্রতিবেদক :
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।
শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে তাকে একটি প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১-এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য জানিয়েছেন।
শাহজাহান আহমেদ জানান, শুক্রবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। রাতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সাধারণ সেলে বন্দি হিসেবে ছিলেন।
তিনি আরও জানান, শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টায় সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১ থেকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
জেলা সুপার আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে কাশিমপুর কারাগার থেকে আবার ওই কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে শামসুজ্জামানকে তুলে নিয়ে যায়। এরপর দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশের একটি দল তাকে আদালতে নিয়ে যায়।