Dhaka শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২০৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

‎রাজধানীর শান্তিনগর এলাকায় ফ্লাইওভার থেকে নিচে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একে এক নারী পথচারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিনগর মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট নুরুল সামাদ বাপ্পি।

‎তিনি বলেন, শান্তিনগর, মগবাজার ও মৌচাক মোড় এলাকায় ফ্লাইওভার থেকে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এরমধ্যে শান্তিনগর মোড়ের পূর্ব পাশের ফুটপাতে একটি ককটেল পড়ে এক নারী আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ওসি রাহাৎ খান বলেন, ককটেল নিক্ষেপের এরিয়া আমাদের না। শাহজাহানপুর থানায়। শান্তিনগরে ককটেলে নারী আহতের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেন নি।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা শুনেছি। আমাদের অংশে কোনো হতাহত নেই। আমি লোক পাঠিয়েছি।

ফ্লাইওভার থেকে প্রায়ই ককটেল নিক্ষেপ করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, আসলে ফ্লাইওভার দুই থানার মাঝে পড়েছে। এর একেক অংশ একেক থানায় পড়েছে। এর সুযোগ অপরাধীরা নিচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত

প্রকাশের সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

‎রাজধানীর শান্তিনগর এলাকায় ফ্লাইওভার থেকে নিচে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একে এক নারী পথচারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিনগর মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট নুরুল সামাদ বাপ্পি।

‎তিনি বলেন, শান্তিনগর, মগবাজার ও মৌচাক মোড় এলাকায় ফ্লাইওভার থেকে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এরমধ্যে শান্তিনগর মোড়ের পূর্ব পাশের ফুটপাতে একটি ককটেল পড়ে এক নারী আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ওসি রাহাৎ খান বলেন, ককটেল নিক্ষেপের এরিয়া আমাদের না। শাহজাহানপুর থানায়। শান্তিনগরে ককটেলে নারী আহতের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেন নি।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা শুনেছি। আমাদের অংশে কোনো হতাহত নেই। আমি লোক পাঠিয়েছি।

ফ্লাইওভার থেকে প্রায়ই ককটেল নিক্ষেপ করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, আসলে ফ্লাইওভার দুই থানার মাঝে পড়েছে। এর একেক অংশ একেক থানায় পড়েছে। এর সুযোগ অপরাধীরা নিচ্ছে।