Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের ‘প্রিয়তমা’র পোস্টার প্রকাশ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • ২০৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের পরবর্তী নতুন সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচালনায় এতে নায়কের সঙ্গে জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের টেলিভিশন ধারাবাহিকের পরিচিত মুখ অভিনেত্রী ইধিকা পাল।

বুধবার (১০ মে) রাত সোয়া ৮টায় শাকিব খানের পেজ থেকে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে অভিনেতাকে এককভাবে দেখা গেছে পোস্টারে।

তবে দ্বিধা ছিল তাদের মনে। কেননা এর আগে কিং খান পরপর দুটি ছবির ঘোষণা দিলেও জ্বলেনি তার লাইট, ক্যামেরা। এবার আর তা হয়নি। এরইমধ্যে শুরু হয়ে গেছে ‘প্রিয়তমা’র শুটিং। তাতে যোগ দিতে শহরে এসেছেন ভিনদেশী নায়কা। সবমিলিয়ে শাকিবিয়ানদের আনন্দ যেন ধরছে না। এবার ‘প্রিয়তমা’র পোস্টার প্রকাশ করে তা দ্বিগুণ করে দিলেন কিং খান।

পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, ১০ মে থেকে পুরান ঢাকায় শুটিং শুরু হয়েছে ‘প্রিয়তমা’র। এতে শাকিব অংশ নিয়েছেন। আর বৃহস্পতিবার (১১ মে) থেকে ইধিকাও যোগ দেবেন শুটিংয়ে।

shakib khan

এদিকে সিনেমার শুটিংয়ের প্রথম দিন প্রকাশ হওয়া প্রথম পোস্টারে শাকিবকে লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, বিষণ্ণ চেহারায় ঠোঁটে সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নায়ক পোস্টারের ক্যাপশনে লিখেছেন, ‘যাত্রা শুরু।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘প্রিয়তমা’, ‘ঈদুল আজহা’। পোস্টারটি প্রকাশ্যে আসতেই তাতে ইতোমধ্যে ৭৫ হাজারের অধিক রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য এসেছে দশ হাজারের বেশি এবং পোস্টারটি শেয়ার হয়েছে এক হাজারেরও বেশি।

এছাড়া পোস্টার প্রকাশ হতেই অনেকে প্রশংসা করছেন অভিনেতার। কেউ কেউ শুভ কামনাও জানাচ্ছেন। তবে কেউ কেউ পোস্টারে ধূমপানের ব্যাপারে সতর্কমূলক বার্তা না থাকায় সমালোচনাও করছেন সোশ্যালে।

হিমেল আশরাফ  বলেন, প্রথম লটে আমরা ঢাকায় শুটিং করছি। এরপর সুনামগঞ্জে যাবো। সেখানে বেশ কিছু দিন চিত্রায়ন সেরে যাবো কক্সবাজারে। আগামী ২ জুন পর্যন্ত টানা শুটিংয়ে শেষ হবে চিত্রায়ন।

জানা গেছে, ‘প্রিয়তমা’ সিনেমাটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টানা এক মাস কাজ করে এর শুটিং করবেন শাকিব খান।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

শাকিবের ‘প্রিয়তমা’র পোস্টার প্রকাশ

প্রকাশের সময় : ০১:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের পরবর্তী নতুন সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচালনায় এতে নায়কের সঙ্গে জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের টেলিভিশন ধারাবাহিকের পরিচিত মুখ অভিনেত্রী ইধিকা পাল।

বুধবার (১০ মে) রাত সোয়া ৮টায় শাকিব খানের পেজ থেকে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে অভিনেতাকে এককভাবে দেখা গেছে পোস্টারে।

তবে দ্বিধা ছিল তাদের মনে। কেননা এর আগে কিং খান পরপর দুটি ছবির ঘোষণা দিলেও জ্বলেনি তার লাইট, ক্যামেরা। এবার আর তা হয়নি। এরইমধ্যে শুরু হয়ে গেছে ‘প্রিয়তমা’র শুটিং। তাতে যোগ দিতে শহরে এসেছেন ভিনদেশী নায়কা। সবমিলিয়ে শাকিবিয়ানদের আনন্দ যেন ধরছে না। এবার ‘প্রিয়তমা’র পোস্টার প্রকাশ করে তা দ্বিগুণ করে দিলেন কিং খান।

পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, ১০ মে থেকে পুরান ঢাকায় শুটিং শুরু হয়েছে ‘প্রিয়তমা’র। এতে শাকিব অংশ নিয়েছেন। আর বৃহস্পতিবার (১১ মে) থেকে ইধিকাও যোগ দেবেন শুটিংয়ে।

shakib khan

এদিকে সিনেমার শুটিংয়ের প্রথম দিন প্রকাশ হওয়া প্রথম পোস্টারে শাকিবকে লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, বিষণ্ণ চেহারায় ঠোঁটে সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নায়ক পোস্টারের ক্যাপশনে লিখেছেন, ‘যাত্রা শুরু।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘প্রিয়তমা’, ‘ঈদুল আজহা’। পোস্টারটি প্রকাশ্যে আসতেই তাতে ইতোমধ্যে ৭৫ হাজারের অধিক রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য এসেছে দশ হাজারের বেশি এবং পোস্টারটি শেয়ার হয়েছে এক হাজারেরও বেশি।

এছাড়া পোস্টার প্রকাশ হতেই অনেকে প্রশংসা করছেন অভিনেতার। কেউ কেউ শুভ কামনাও জানাচ্ছেন। তবে কেউ কেউ পোস্টারে ধূমপানের ব্যাপারে সতর্কমূলক বার্তা না থাকায় সমালোচনাও করছেন সোশ্যালে।

হিমেল আশরাফ  বলেন, প্রথম লটে আমরা ঢাকায় শুটিং করছি। এরপর সুনামগঞ্জে যাবো। সেখানে বেশ কিছু দিন চিত্রায়ন সেরে যাবো কক্সবাজারে। আগামী ২ জুন পর্যন্ত টানা শুটিংয়ে শেষ হবে চিত্রায়ন।

জানা গেছে, ‘প্রিয়তমা’ সিনেমাটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টানা এক মাস কাজ করে এর শুটিং করবেন শাকিব খান।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।