Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শাকিব খানকে ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। দুবাইয়ের বুর্জ খলিফায় প্রকাশ করা হবে সিনেমাটির প্রথম টিজার। এ কথা শুনে তাদের উত্তেজনার পারদ যখন উর্ধমুখী তখন আগুনে ঘি ঢেলে দিলেন নির্মাতা অনন্য মামুন। সামাজিক মাধ্যমে শাকিবের এমন ছবি প্রকাশ করলেন যেখানে লেখা ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ছবটি প্রকাশ করেছেন মামুন। সেখানে দেখা যাচ্ছে কিং খানের আঁকা ছবি। সঙ্গে লেখা, নাম ‘দুলু’। যাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে এক লাখ টাকা পুরস্কার।

বোঝাই যাচ্ছে ছবিটি প্রকাশ করে গল্পের আঁচ দিলেন মামুন। এটা স্পষ্ট হলো যে, ছবিতে শাকিবের চরিত্রের নাম দুলু। পুলিশ হন্য হয়ে খুঁজছে তাকে। এমনকি ধরিয়ে দিলে লাখ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, এর গল্পটি একেবারে আলদা। সে কারণেই এমন পোস্টার।

মামুনের ভাষ্য, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই “দরদ”র নিউজের আগে একজন বাংলাদেশি নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, অডিয়েন্স, পরিচালক, প্রযোজক কেউই ভাবেও নাই যে বাংলা সিনেমার কোনো প্রমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো হবে। এটা স্বপ্ন ছিল সবার কাছে। আর শাকিব খানকে দিয়েই বাস্তবে পরিণত হচ্ছে। ৩ মিনিটের জন্য বুর্জ খলিফা হবে দরদের জন্য। দেখানো হবে ৫ ভাষার প্রোমোৃ এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা।

428617571_10211347039869488_3042831232881148014_n

এর আগে, পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে সকাল সকাল চমক দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্টলুক।

যেখানে দেখা গেছে, শাকিবের মুখে খোঁচা দাঁড়ি। হাত তার রক্তে ভেজা। ঠোঁটে বাঁকা হাসি, চোখে হিংস্রতা! পেছনে বেনারসের গঙ্গা পাড়ের আবহ।

এর পরই প্রকাশ্যে হাতে আঁকা এই ছবিটি। ধারণা করা হচ্ছে, প্রথম লুকের ধারাবাহিকতা ধরেই এটি করা।

সাইকো থ্রিলার রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত হচ্ছে ‘দরদ’। প্রযোজনায় আছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

শাকিবের সঙ্গে এই প্যান-ইন্ডিয়ান সিনেমায় জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। চলতি বছরই বাংলা, হিন্দি, তামিল, মালয়ালামসহ ৬ ভাষায় মুক্তি পাবে এটি। শাকিব-সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, আলোক জৈন, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাকিব খানকে ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার

প্রকাশের সময় : ১০:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। দুবাইয়ের বুর্জ খলিফায় প্রকাশ করা হবে সিনেমাটির প্রথম টিজার। এ কথা শুনে তাদের উত্তেজনার পারদ যখন উর্ধমুখী তখন আগুনে ঘি ঢেলে দিলেন নির্মাতা অনন্য মামুন। সামাজিক মাধ্যমে শাকিবের এমন ছবি প্রকাশ করলেন যেখানে লেখা ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ছবটি প্রকাশ করেছেন মামুন। সেখানে দেখা যাচ্ছে কিং খানের আঁকা ছবি। সঙ্গে লেখা, নাম ‘দুলু’। যাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে এক লাখ টাকা পুরস্কার।

বোঝাই যাচ্ছে ছবিটি প্রকাশ করে গল্পের আঁচ দিলেন মামুন। এটা স্পষ্ট হলো যে, ছবিতে শাকিবের চরিত্রের নাম দুলু। পুলিশ হন্য হয়ে খুঁজছে তাকে। এমনকি ধরিয়ে দিলে লাখ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, এর গল্পটি একেবারে আলদা। সে কারণেই এমন পোস্টার।

মামুনের ভাষ্য, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই “দরদ”র নিউজের আগে একজন বাংলাদেশি নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, অডিয়েন্স, পরিচালক, প্রযোজক কেউই ভাবেও নাই যে বাংলা সিনেমার কোনো প্রমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো হবে। এটা স্বপ্ন ছিল সবার কাছে। আর শাকিব খানকে দিয়েই বাস্তবে পরিণত হচ্ছে। ৩ মিনিটের জন্য বুর্জ খলিফা হবে দরদের জন্য। দেখানো হবে ৫ ভাষার প্রোমোৃ এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা।

428617571_10211347039869488_3042831232881148014_n

এর আগে, পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে সকাল সকাল চমক দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্টলুক।

যেখানে দেখা গেছে, শাকিবের মুখে খোঁচা দাঁড়ি। হাত তার রক্তে ভেজা। ঠোঁটে বাঁকা হাসি, চোখে হিংস্রতা! পেছনে বেনারসের গঙ্গা পাড়ের আবহ।

এর পরই প্রকাশ্যে হাতে আঁকা এই ছবিটি। ধারণা করা হচ্ছে, প্রথম লুকের ধারাবাহিকতা ধরেই এটি করা।

সাইকো থ্রিলার রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত হচ্ছে ‘দরদ’। প্রযোজনায় আছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

শাকিবের সঙ্গে এই প্যান-ইন্ডিয়ান সিনেমায় জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। চলতি বছরই বাংলা, হিন্দি, তামিল, মালয়ালামসহ ৬ ভাষায় মুক্তি পাবে এটি। শাকিব-সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, আলোক জৈন, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।