Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ মিনারে বাঁশ রাখায় আ.লীগ নেত্রীকে জরিমানা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের সখীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ জরিমানা করেন। রওশন আরা রিতা বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ছিলেন।

জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিনব্যাপী বৈশাখী মেলা চলছিল। কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষার শুরু হওয়ার কারণে শনিবার (২৯ এপ্রিল) মেলাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। পরে স্টলে ব্যবহৃত বাঁশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাখে মেলা উদযাপন কমিটি।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা এবং ডেকোরেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

রওশন আরা রিতা বলেন, উপজেলা মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শেষে গতকাল শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা শহীদ মিনারে বাঁশ রেখেছে জানি না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, শহীদ মিনারে মেলায় ব্যবহৃত বাঁশ রাখার অপরাধে মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

শহীদ মিনারে বাঁশ রাখায় আ.লীগ নেত্রীকে জরিমানা

প্রকাশের সময় : ১১:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের সখীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ জরিমানা করেন। রওশন আরা রিতা বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ছিলেন।

জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিনব্যাপী বৈশাখী মেলা চলছিল। কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষার শুরু হওয়ার কারণে শনিবার (২৯ এপ্রিল) মেলাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। পরে স্টলে ব্যবহৃত বাঁশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাখে মেলা উদযাপন কমিটি।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা এবং ডেকোরেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

রওশন আরা রিতা বলেন, উপজেলা মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শেষে গতকাল শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা শহীদ মিনারে বাঁশ রেখেছে জানি না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, শহীদ মিনারে মেলায় ব্যবহৃত বাঁশ রাখার অপরাধে মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।