Dhaka মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন কোহলি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলমান ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছেন বিরাট কোহলি। একের পর এক কৃর্তিতে রেকর্ডের খাতা ওলট-পালট করেই চলছেন ভারতীয় রান মেশিন। ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯তম শতকের রেকর্ড টপকে নিজেকে অনন্য উচ্চতায় তুললেন কোহলি। এমনকি এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ডও ভাঙলেন এই ব্যাটার।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্যারিয়ারের ‘পঞ্চাশতম’ শতক তুলে নিয়েছেন বিরাট কোহলি। এ শতক নিয়ে শচীনকে ছাড়িয়ে যান সাবেক ভারতীয় অধিনায়ক।

বিরাটের শতক উদযাপনে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছেন শচীনও। ভারতীয় কিংবন্তির ঘরের মাঠে তাকে ছাড়িয়েই ইতিহাস গড়লেন কোহলি। প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির ফিফটি ছুঁলেন তিনি। ওয়ানডেতে ৫০তম শতকের মাইলফল পূর্ণ করে নুইয়েছেন মাথা।

যাকে নিজের আদর্শ মানেন সেই শচীনের সামনে, তার মাঠে, তাকে ছাড়িয়ে (৪৯টি সেঞ্চুরি) গেলেন কোহলি। এমন অর্জনের পর ফেরেন ১১৭ রান করে। ১১৩ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছয় মারেন কোহলি। এর আগে শচীনের আরো দুটি রেকর্ড ভাঙেন কোহলি।

অর্ধশতক পূর্ণ করার পর ছাড়িয়ে যান টেন্ডুলকার ও সাকিব আল হাসানকে। নির্দিষ্ট একটি বিশ্বকাপে এতদিন যৌথভাবে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ ইনিংসের মালিক ছিলেন শচীন, সাকিব ও কোহলি। তিনজনের ফিফটি ছাড়ানো ইনিংস ছিল ৭টি করে। আজ বাকি দুজনকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় কোহলি। বর্তমানে ৮টি পঞ্চাশোর্ধ ইনিংসের মালিক তিনি।

একই সঙ্গে নির্দিষ্ট একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখেও শচীনকে টপকে শীর্ষে কোহলি। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করে এতদিন চূড়ায় ছিলেন ভারতীয় কিংবদন্তি। আজ সেটি ছাড়িয়ে গেলেছে কোহলি।

এতদিন ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন। বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে শচীনকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান কোহলি।

শচীন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি আর ৯৬টি ফিফটির সাহায্যে ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেন।

বিরাট কোহলি মাত্র ২৯১ ম্যাচে ৫০টি সেঞ্চুরি আর ৭১টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ৭৯৪ রান করেছেন। শচীনের চেয়ে ১৭২ ম্যাচ কম খেলে ৫০টি সেঞ্চুরি করেছেন বিরাট।

ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করে শীর্ষে রয়েছেন শচীন। ৪০৪ ম্যাচে ১৪ হাজার ২৩৪ রান করে দ্বিতীয় পজিশনে আছেন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। মাত্র ২৯১ ম্যাচ খেলে ১৩ হাজার ৭৯৪ রান করে তৃতীয় পজিশনে আছেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৬৬৪ ম্যাচে রেকর্ড ১০০টি সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ৩৪ হাজার ৩৫৭ রান করে শীর্ষে আছেন শচীন।

৬৩টি সেঞ্চুরির সাহায্যে ২৮ হাজার ১৬ রান করে দ্বিতীয় পজিশনে আছেন কুমার সাঙ্গাকারা। ৭১টি সেঞ্চুরির সাহায্যে ২৭ হাজার ৪৮৩ রান করে তৃতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং।

দ্বিতীয় সর্বোচ্চ ৮০টি সেঞ্চুরির সাহায্যে ২৬ হাজার ৪৭৮ রান করে চতুর্থ পজিশনে আছেন বিরাট কোহলি। শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে কোহলিকে আরও ২১টি সেঞ্চুরি করতে হবে। আর রানের দিক থেকে শচীনকে ছাড়াতে হলে বিরাটকে করতে হবে ৭ হাজার ৮৮০ রান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন কোহলি

প্রকাশের সময় : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

চলমান ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছেন বিরাট কোহলি। একের পর এক কৃর্তিতে রেকর্ডের খাতা ওলট-পালট করেই চলছেন ভারতীয় রান মেশিন। ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯তম শতকের রেকর্ড টপকে নিজেকে অনন্য উচ্চতায় তুললেন কোহলি। এমনকি এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ডও ভাঙলেন এই ব্যাটার।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্যারিয়ারের ‘পঞ্চাশতম’ শতক তুলে নিয়েছেন বিরাট কোহলি। এ শতক নিয়ে শচীনকে ছাড়িয়ে যান সাবেক ভারতীয় অধিনায়ক।

বিরাটের শতক উদযাপনে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছেন শচীনও। ভারতীয় কিংবন্তির ঘরের মাঠে তাকে ছাড়িয়েই ইতিহাস গড়লেন কোহলি। প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির ফিফটি ছুঁলেন তিনি। ওয়ানডেতে ৫০তম শতকের মাইলফল পূর্ণ করে নুইয়েছেন মাথা।

যাকে নিজের আদর্শ মানেন সেই শচীনের সামনে, তার মাঠে, তাকে ছাড়িয়ে (৪৯টি সেঞ্চুরি) গেলেন কোহলি। এমন অর্জনের পর ফেরেন ১১৭ রান করে। ১১৩ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছয় মারেন কোহলি। এর আগে শচীনের আরো দুটি রেকর্ড ভাঙেন কোহলি।

অর্ধশতক পূর্ণ করার পর ছাড়িয়ে যান টেন্ডুলকার ও সাকিব আল হাসানকে। নির্দিষ্ট একটি বিশ্বকাপে এতদিন যৌথভাবে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ ইনিংসের মালিক ছিলেন শচীন, সাকিব ও কোহলি। তিনজনের ফিফটি ছাড়ানো ইনিংস ছিল ৭টি করে। আজ বাকি দুজনকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় কোহলি। বর্তমানে ৮টি পঞ্চাশোর্ধ ইনিংসের মালিক তিনি।

একই সঙ্গে নির্দিষ্ট একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখেও শচীনকে টপকে শীর্ষে কোহলি। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করে এতদিন চূড়ায় ছিলেন ভারতীয় কিংবদন্তি। আজ সেটি ছাড়িয়ে গেলেছে কোহলি।

এতদিন ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন। বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে শচীনকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান কোহলি।

শচীন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি আর ৯৬টি ফিফটির সাহায্যে ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেন।

বিরাট কোহলি মাত্র ২৯১ ম্যাচে ৫০টি সেঞ্চুরি আর ৭১টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ৭৯৪ রান করেছেন। শচীনের চেয়ে ১৭২ ম্যাচ কম খেলে ৫০টি সেঞ্চুরি করেছেন বিরাট।

ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করে শীর্ষে রয়েছেন শচীন। ৪০৪ ম্যাচে ১৪ হাজার ২৩৪ রান করে দ্বিতীয় পজিশনে আছেন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। মাত্র ২৯১ ম্যাচ খেলে ১৩ হাজার ৭৯৪ রান করে তৃতীয় পজিশনে আছেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৬৬৪ ম্যাচে রেকর্ড ১০০টি সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ৩৪ হাজার ৩৫৭ রান করে শীর্ষে আছেন শচীন।

৬৩টি সেঞ্চুরির সাহায্যে ২৮ হাজার ১৬ রান করে দ্বিতীয় পজিশনে আছেন কুমার সাঙ্গাকারা। ৭১টি সেঞ্চুরির সাহায্যে ২৭ হাজার ৪৮৩ রান করে তৃতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং।

দ্বিতীয় সর্বোচ্চ ৮০টি সেঞ্চুরির সাহায্যে ২৬ হাজার ৪৭৮ রান করে চতুর্থ পজিশনে আছেন বিরাট কোহলি। শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে কোহলিকে আরও ২১টি সেঞ্চুরি করতে হবে। আর রানের দিক থেকে শচীনকে ছাড়াতে হলে বিরাটকে করতে হবে ৭ হাজার ৮৮০ রান।