Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লেভানডোভস্কির গোলে রিয়ালের আরো কাছে বার্সেলোনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৪১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

স্প্যানিশ লা লিগায় শিরোপা লড়াই জমিয়ে দিল বার্সেলোনা। আলাভেসকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। বাসার্র তারকা খেলোয়াড় রবার্ত লেভানডফস্কির আইকনিক গোলে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় কাতালুনিয়ার ক্লাবটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) এস্পানলের বিপক্ষে ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়েছিল রিয়াল। আর সেই সুযোগ সুদে আসলে নিল বার্সা। বর্তমানে ২২ ম্যাচ খেলে সবার ওপরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৪৫। যেখানে দুইয়ে থাকা অ্যাতলেটিকোর ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট। অর্থাৎ শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা এখন পিছিয়ে আছে ৪ পয়েন্টে বার্সা।

অলিম্পিক স্টেডিয়ামে রোববার (২ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

আগের দিন এস্পানিওলের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল ও বার্সেলোনার মধ্যে ব্যবধান এখন ৪ পয়েন্টের।

২২ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে ও ৪৯ পয়েন্ট নিয়ে রেয়াল শীর্ষে আছে।

বল দখলে শুরু থেকে আধিপত্য করা বার্সেলোনা ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায়। লামিনে ইয়ামাল নিজেদের অর্ধ থেকে এগিয়ে প্রতিপক্ষের চার-পাঁচ জন খেলোয়াড়ের বাধা এড়িয়ে পাস দেন বাঁ দিকে। তবে রাফিনিয়ার শট যায় বাইরে।

পরের মিনিটে একে অপরের সঙ্গে সংঘর্ষে আঘাত পান বার্সেলোনার গাভি ও আলাভেসের তমাস কোনেচেনি। খেলা বন্ধ থাকে লম্বা সময়। স্ট্রেচারে বাইরে নেওয়া হয় কোনেচেনিকে। গাভি উঠে দাঁড়িয়ে আবার খেলতে চাইলেও তার বদলি নামানো হয় ফের্মিন লোপেসকে।

৩০তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। তবে বক্সের ভেতর থেকে ঠিকমতো শট নিতে পারেননি লেভানদোভস্কি। ৪৩তম মিনিটে বক্সের বাইরে থেকে পেদ্রির শট ঠেকান গোলরক্ষক। লক্ষ্যে প্রথম শট এটিই।

প্রথমার্ধে গোলের জন্য মাত্র তিনটি শট নিয়ে একটিই লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। এই সময়ে আলাভেস গোলে কোনো শটই নিতে পারেনি।

৬১তম মিনিটে ইয়ামালের শট ঠেকান গোলরক্ষক। পরক্ষণেই গোলের দেখা পায় বার্সেলোনা। পেদ্রির ক্রসে ইয়ামালের ভলি আলাভেসের এক খেলোয়াড়ের পিঠে লাগার পর দূরের পোস্টে ভলিতেই বল জালে পাঠান লেভানদোভস্কি।

এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কির গোল হলো ২১ ম্যাচে ১৮টি, দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের চেয়ে ৩টি বেশি।

৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে ফেররান তরেসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। বাকি সময়ে লক্ষ্যে আর কোনো শট রাখতে পারেনি স্বাগতিকরা। গোটা ম্যাচে আলাভেসের তিন শটের সবকটিই লক্ষ্যভ্রষ্ট।

২২ ম্যাচে ১১ হারের স্বাদ পাওয়া আলাভেস ২১ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

লেভানডোভস্কির গোলে রিয়ালের আরো কাছে বার্সেলোনা

প্রকাশের সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

স্প্যানিশ লা লিগায় শিরোপা লড়াই জমিয়ে দিল বার্সেলোনা। আলাভেসকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। বাসার্র তারকা খেলোয়াড় রবার্ত লেভানডফস্কির আইকনিক গোলে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় কাতালুনিয়ার ক্লাবটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) এস্পানলের বিপক্ষে ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়েছিল রিয়াল। আর সেই সুযোগ সুদে আসলে নিল বার্সা। বর্তমানে ২২ ম্যাচ খেলে সবার ওপরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৪৫। যেখানে দুইয়ে থাকা অ্যাতলেটিকোর ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট। অর্থাৎ শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা এখন পিছিয়ে আছে ৪ পয়েন্টে বার্সা।

অলিম্পিক স্টেডিয়ামে রোববার (২ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

আগের দিন এস্পানিওলের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল ও বার্সেলোনার মধ্যে ব্যবধান এখন ৪ পয়েন্টের।

২২ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে ও ৪৯ পয়েন্ট নিয়ে রেয়াল শীর্ষে আছে।

বল দখলে শুরু থেকে আধিপত্য করা বার্সেলোনা ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায়। লামিনে ইয়ামাল নিজেদের অর্ধ থেকে এগিয়ে প্রতিপক্ষের চার-পাঁচ জন খেলোয়াড়ের বাধা এড়িয়ে পাস দেন বাঁ দিকে। তবে রাফিনিয়ার শট যায় বাইরে।

পরের মিনিটে একে অপরের সঙ্গে সংঘর্ষে আঘাত পান বার্সেলোনার গাভি ও আলাভেসের তমাস কোনেচেনি। খেলা বন্ধ থাকে লম্বা সময়। স্ট্রেচারে বাইরে নেওয়া হয় কোনেচেনিকে। গাভি উঠে দাঁড়িয়ে আবার খেলতে চাইলেও তার বদলি নামানো হয় ফের্মিন লোপেসকে।

৩০তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। তবে বক্সের ভেতর থেকে ঠিকমতো শট নিতে পারেননি লেভানদোভস্কি। ৪৩তম মিনিটে বক্সের বাইরে থেকে পেদ্রির শট ঠেকান গোলরক্ষক। লক্ষ্যে প্রথম শট এটিই।

প্রথমার্ধে গোলের জন্য মাত্র তিনটি শট নিয়ে একটিই লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। এই সময়ে আলাভেস গোলে কোনো শটই নিতে পারেনি।

৬১তম মিনিটে ইয়ামালের শট ঠেকান গোলরক্ষক। পরক্ষণেই গোলের দেখা পায় বার্সেলোনা। পেদ্রির ক্রসে ইয়ামালের ভলি আলাভেসের এক খেলোয়াড়ের পিঠে লাগার পর দূরের পোস্টে ভলিতেই বল জালে পাঠান লেভানদোভস্কি।

এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কির গোল হলো ২১ ম্যাচে ১৮টি, দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের চেয়ে ৩টি বেশি।

৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে ফেররান তরেসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। বাকি সময়ে লক্ষ্যে আর কোনো শট রাখতে পারেনি স্বাগতিকরা। গোটা ম্যাচে আলাভেসের তিন শটের সবকটিই লক্ষ্যভ্রষ্ট।

২২ ম্যাচে ১১ হারের স্বাদ পাওয়া আলাভেস ২১ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে।