Dhaka বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লিভারপুল ছেড়ে আল-হিলালে দারউইন নুনেস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২০৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

গত মৌসুমের অধারাবাহিকতার পর লিভারপুলে নতুন মৌসুমে দারউইন নুনেসের সামনে ছিল কঠিন পরীক্ষা। কিন্তু তিনি বেছে নিলেন ভিন্ন এক চ্যালেঞ্জ। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে ২৬ বছর বয়সেই সৌদি আরবে পাড়ি জমালেন উরুগুয়ের ফরোয়ার্ড।

লিভারপুল ছেড়ে তার আল হিলালে যোগ দেওয়ার গুঞ্জন গত কয়েক দিনে কেবল তীব্র থেকে তীব্রতরই হয়েছে। অবশেষে দুই ক্লাবের পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা এলো শনিবার। সৌদি আরবের সফলতম ক্লাবের সঙ্গে নুনেসের চুক্তি তিন বছরের।

চুক্তির বিস্তারিত আর্থিক বিষয়াদি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ৫ কোটি ৩০ লাখ ইউরোতে নুনেসকে পেয়েছে আল হিলাল। পাশাপাশি অন্যান্য সংযুক্তি মিলিয়ে অঙ্কটা ছাড়িয়ে যাবে ৫ কোটি ৬০ লাখ ইউরো।

জার্মানিতে দলের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে এর মধ্যেই যোগ দিয়েছেন নুনেস।

২০১৭ সালে উরুগুয়ের ক্লাব পেনিয়ারোলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন নুনেস। পরে স্প্যানিশ ক্লাব আলমেরিয়া ও পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলে ২০২২ সালে সাড়ে সাত কোটি ইউরো ট্রান্সফার ফিতে তিনি যোগ দেন লিভারপুলে। তিন মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচ খেলে তার গোল ৪০টি, গোলে সহায়তা করেছেন ২৬টি।

গত মৌসুম তার জন্য ছিল চরম হতাশাজনক। লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে তার অবদান ছিল অতি সামান্য। স্রেফ পাঁচটি গোল করেছিলেন তিনি গোটা আসরে। শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন কেবল আট ম্যাচে।

গত জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে পেতে মরিয়া ছিল সৌদি আরবের আরেক ক্লাব আল নাস্র। তবে মৌসুমের মাঝামাঝি তাকে ছাড়তে চায়নি লিভারপুল।

মৌসুম শেষে তার প্রতি আগ্রহ ছিল নাপোলিরও। কিন্তু তাদের সঙ্গে আর্থিক বনিবনা হয়নি লিভারপুলের। তবে নুনেস ক্লাব ছাড়তে বেশ মরিয়া ছিলেন। দলবদলের বাজারে আক্রমণভাগের শক্তি আরও বাড়ানোর পর তাকে ছেড়ে দিতে চাইছিল লিভারপুলও। সব মিলে গেল এবার আল হিলালের সঙ্গে।

সৌদি প্রো লিগের রেকর্ড ১৯ বারের চ্যাম্পিয়ন আল হিলাল গত মৌসুমে লিগ শেষ করে রানার্স আপ হয়ে। পরে কোচ পরিবর্তন করে নতুন কোচ সিমোনো ইনজাগির কোচিংয়ে দলটি চমক উপহার দেয় ক্লাব বিশ্বকাপে। এশিয়ার প্রথম দল হিসেবে স্বীকৃত ম্যাচে প্রিমিয়ার লিগের দলের বিপক্ষে জয়ে হারনোর ইতিহাস গড়ে তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে।

নতুন মৌসুমে সৌদি লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আগে শক্তিতে আরও সমৃদ্ধ হলো তারা নুনেসকে পেয়ে। কদিন আগে এসি মিলান থেকে এনেছে তারা ফরাসি ডিফেন্ডার তেও এরনঁদেজকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয় : নাহিদ ইসলাম

লিভারপুল ছেড়ে আল-হিলালে দারউইন নুনেস

প্রকাশের সময় : ১২:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

গত মৌসুমের অধারাবাহিকতার পর লিভারপুলে নতুন মৌসুমে দারউইন নুনেসের সামনে ছিল কঠিন পরীক্ষা। কিন্তু তিনি বেছে নিলেন ভিন্ন এক চ্যালেঞ্জ। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে ২৬ বছর বয়সেই সৌদি আরবে পাড়ি জমালেন উরুগুয়ের ফরোয়ার্ড।

লিভারপুল ছেড়ে তার আল হিলালে যোগ দেওয়ার গুঞ্জন গত কয়েক দিনে কেবল তীব্র থেকে তীব্রতরই হয়েছে। অবশেষে দুই ক্লাবের পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা এলো শনিবার। সৌদি আরবের সফলতম ক্লাবের সঙ্গে নুনেসের চুক্তি তিন বছরের।

চুক্তির বিস্তারিত আর্থিক বিষয়াদি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ৫ কোটি ৩০ লাখ ইউরোতে নুনেসকে পেয়েছে আল হিলাল। পাশাপাশি অন্যান্য সংযুক্তি মিলিয়ে অঙ্কটা ছাড়িয়ে যাবে ৫ কোটি ৬০ লাখ ইউরো।

জার্মানিতে দলের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে এর মধ্যেই যোগ দিয়েছেন নুনেস।

২০১৭ সালে উরুগুয়ের ক্লাব পেনিয়ারোলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন নুনেস। পরে স্প্যানিশ ক্লাব আলমেরিয়া ও পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলে ২০২২ সালে সাড়ে সাত কোটি ইউরো ট্রান্সফার ফিতে তিনি যোগ দেন লিভারপুলে। তিন মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচ খেলে তার গোল ৪০টি, গোলে সহায়তা করেছেন ২৬টি।

গত মৌসুম তার জন্য ছিল চরম হতাশাজনক। লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে তার অবদান ছিল অতি সামান্য। স্রেফ পাঁচটি গোল করেছিলেন তিনি গোটা আসরে। শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন কেবল আট ম্যাচে।

গত জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে পেতে মরিয়া ছিল সৌদি আরবের আরেক ক্লাব আল নাস্র। তবে মৌসুমের মাঝামাঝি তাকে ছাড়তে চায়নি লিভারপুল।

মৌসুম শেষে তার প্রতি আগ্রহ ছিল নাপোলিরও। কিন্তু তাদের সঙ্গে আর্থিক বনিবনা হয়নি লিভারপুলের। তবে নুনেস ক্লাব ছাড়তে বেশ মরিয়া ছিলেন। দলবদলের বাজারে আক্রমণভাগের শক্তি আরও বাড়ানোর পর তাকে ছেড়ে দিতে চাইছিল লিভারপুলও। সব মিলে গেল এবার আল হিলালের সঙ্গে।

সৌদি প্রো লিগের রেকর্ড ১৯ বারের চ্যাম্পিয়ন আল হিলাল গত মৌসুমে লিগ শেষ করে রানার্স আপ হয়ে। পরে কোচ পরিবর্তন করে নতুন কোচ সিমোনো ইনজাগির কোচিংয়ে দলটি চমক উপহার দেয় ক্লাব বিশ্বকাপে। এশিয়ার প্রথম দল হিসেবে স্বীকৃত ম্যাচে প্রিমিয়ার লিগের দলের বিপক্ষে জয়ে হারনোর ইতিহাস গড়ে তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে।

নতুন মৌসুমে সৌদি লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আগে শক্তিতে আরও সমৃদ্ধ হলো তারা নুনেসকে পেয়ে। কদিন আগে এসি মিলান থেকে এনেছে তারা ফরাসি ডিফেন্ডার তেও এরনঁদেজকে।