স্পোর্টস ডেস্ক :
তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনে বিরাট আয়োজন। প্রায় এক দশক কাগজে–কলমে কয়েকটি দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্ট এবার হচ্ছে ৬০ দল নিয়ে। এর উদ্বোধনে হাজির হন নাজমুল হোসেন—৬০ দলের অধিনায়ককে ‘সততা’র শপথবাক্যও পাঠ করান তিনি। এখনো নাজমুলের পরিচয় তিনি জাতীয় দলের অধিনায়ক। কদিন আগে চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন।
কিন্তু তাঁকে আর টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখা যাবে না। নিজের এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন নাজমুল। এখন তাই অবধারিতভাবেই নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। কে হবেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?
শনিবার (৮ মার্চ) মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (কে অধিনায়ক)। ইতিমধ্যে দু–একজন টি-টৈায়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্বে)। আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম–সাকিব–মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করা ক্রিকেটার লিটন দাস। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি–টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ সালে সাকিব আল হাসানের কাছ থেকে অধিনায়কত্ব নেন নাজমুল। এরপর কেবল লিটনই অধিনায়কত্ব করেছেন। বিসিবি সভাপতির কথা অনুযায়ী তাই নেতৃত্বের দৌড়ে লিটনের পাল্লাই ভারী।
বিসিবি সভাপতির কাছে প্রশ্ন ছিল দলকে নতুন করে সাজানো নিয়ে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ানডে দিয়ে বিদায় বলেছেন রঙিন পোশাকের ক্রিকেটকে। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গও ঘুরেফিরে আসছে। নতুন করে কি এখন সাজানো হবে দল?
উত্তরে ফারুক বলেছেন, আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম–সাকিব–মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।
অবসরে যাওয়া মুশফিককে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশংসায় ভাসিয়েছেন ফারুক আহমেদ। আজও তাঁকে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পথে ‘নাবিক’ বলেছেন বিসিবি সভাপতি। মুশফিককে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে এমনও জানিয়েছেন বিসিবি সভাপতি।
আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি সভাপতি বলেন, পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।