Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লামায় খামারবাড়ি থেকে ৯ শ্রমিককে অপহরণ

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লুলাইন এলাকা থেকে তামাক খেতের ৯ জন শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ এপ্রিল) রাত ৩টার দিকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে তামাকক্ষেতের দুই মালিক হলেন— চকোরিয়ার সুরেজপুর এলাকার মো. ভুট্টু ও লামার লুলাইন এলাকার বাসিন্দা আবু তাহের। সাত শ্রমিকের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, লামা সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক খেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাক করে তাদেরকে নিয়ে যায়। এলাকাটি নেটওয়ার্ক বিহীন হওয়ার আজ সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের ঘটনার পর থেকে তাদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ মিলে যৌথ অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপ্) আবদুল করিম বলেন, সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৯জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাদের উদ্ধারের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

লামায় খামারবাড়ি থেকে ৯ শ্রমিককে অপহরণ

প্রকাশের সময় : ০২:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লুলাইন এলাকা থেকে তামাক খেতের ৯ জন শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ এপ্রিল) রাত ৩টার দিকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে তামাকক্ষেতের দুই মালিক হলেন— চকোরিয়ার সুরেজপুর এলাকার মো. ভুট্টু ও লামার লুলাইন এলাকার বাসিন্দা আবু তাহের। সাত শ্রমিকের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, লামা সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক খেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাক করে তাদেরকে নিয়ে যায়। এলাকাটি নেটওয়ার্ক বিহীন হওয়ার আজ সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের ঘটনার পর থেকে তাদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ মিলে যৌথ অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপ্) আবদুল করিম বলেন, সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৯জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাদের উদ্ধারের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন।