স্পোর্টস ডেস্ক :
আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য প্রস্তাব পান বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র চান এই পেসার। এরপর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর লঙ্কান লিগে খেলতে দেশ ছাড়েন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
শনিবার (২৯ জুলাই) সকালের ফ্লাইটে দেশ ছেড়েছেন এই টাইগার পেসার। দেশ ছাড়ার আগে দোয়া চেয়েছেন সকলের কাছে। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে শ্রীলঙ্কা যাওয়ার ছবি প্রকাশ করেন তিনি।
বিমানে বসে থাকার ছবি পোস্ট করে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার উদ্দেশে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
দেশ ছাড়ার আগে এই টাইগার পেসার বলেন, সবার জন্যই, প্রথমবার যে কোনো লিগই রোমাঞ্চকর হয়। তো আমিও ওরকম আর কি, একটু হলেও রোমাঞ্চিত আছি। হ্যাঁ অবশ্যই সাহায্য করবে (এশিয়া কাপে)। কারণ উইকেট আর কন্ডিশনের সাথে মানিয়ে নিলে হয়তোবা ভালো একটা ধারণা করা যাবে।
জিম আফ্রো টি-টোয়েন্টি ৭ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। সতীর্থের পারফরম্যান্সের অনুপ্রেরণা যোগাচ্ছে শরিফুলকেও, অবশ্যই (অনুপ্রেরণা পাচ্ছি)! যখন নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেলে, সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।
এলপিএলে নিজের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে শরিফুল বলেন, যখনই সুযোগ পাব, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য।
গত বুধবার জানানো হয়, এলপিএলে খেলার এনওসি পাচ্ছেন শরিফুল। এরই মধ্যে বাংলাদেশের ব্যাটার মোহাম্মদ মিঠন গল টাইটান্সের হয়ে খেলতে শ্রীলঙ্কায়। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে একই দলে যোগ দেবেন সাকিব। বর্তমানে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলছেন বাঁহাতি অলরাউন্ডার। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়।
তবে ছাড়পত্র পাননি পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায়, টি-টেন টুর্নামেন্ট শেষ করে বিশ্রামে থাকুক তাসকিন। সেই চিন্তা করেই এই পেসারকে বিসিবি ছাড়পত্র দিচ্ছে না। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। ফলে আরও একটি লিগে খেলা হচ্ছে না তাসকিনের।
সূচি অনুযায়ী, ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল। তাসকিন আহমেদও খেলার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইস্যুতে তাকে এনওসি দেয়নি বিসিবি।