Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোহিতকে হারিয়ে আইসিসির জুনের সেরা বুমরাহ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ছন্দে ছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই পেসার। এবার আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে আইসিসি জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে বুমরাহর নাম প্রকাশ করে।

জুন মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে বুমরাহর সঙ্গে ছিলে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাদেরকে পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নিলেন বুমরাহ।

শুধু বুমরাহ নন, নারী বিভাগে জুন মাসের সেরা হয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। এবারই প্রথম কোনো দেশের নারী ও পুরুষ ক্রিকেটার আইসিসির একই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন।

মাসসেরার পুরস্কার জেতার পর বুমরাহ বলেন, আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় হতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় কয়েকটি সপ্তাহ কাটানোর পর এটা জিততে পারা আমার জন্য বিশেষ সম্মানের। টুর্নামেন্টে আমরা যেভাবে পারফর্ম করেছি এবং ট্রফি উঁচিয়ে ধরেছি, তা ছিল অবিশ্বাস্য। সেই স্মৃতি চিরকাল বয়ে নিয়ে বেড়াব।

জুনের সেরা খেলোয়াড়ের দৌড়ে থাকা দুজনকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, একই সময়ে চমৎকার পারফরম্যান্সের জন্য আমার অধিনায়ক রোহিত শর্মা ও রহমানউল্লাহ গুরবাজকে অভিনন্দন জানাতে চাই। পরিশেষে, আমার পরিবার, সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। তাদের সমর্থন দেশের হয়ে নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বুমরাহ ৬ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন। এরপর পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে দুর্দান্ত বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। সুপার এইটে তিনি নেন আরও ৬ উইকেট। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ রানে নিয়েছিলেন ২ উইকেট। আর ফাইনালে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জন্য রান তাড়া করে জেতাটা কঠিন করে ফেলেন এবং শেষ পর্যন্ত ১৭ বছর পর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায়।

বুমরাহ টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি এবার আইসিসিরও পুরস্কার পেলেন। এটা তার দ্বিতীয় আইসিসি পুরস্কার। এ নিয়ে কোহলির সমান দুইবার তিনি আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার জিতলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রোহিতকে হারিয়ে আইসিসির জুনের সেরা বুমরাহ

প্রকাশের সময় : ০৮:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ছন্দে ছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই পেসার। এবার আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে আইসিসি জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে বুমরাহর নাম প্রকাশ করে।

জুন মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে বুমরাহর সঙ্গে ছিলে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাদেরকে পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নিলেন বুমরাহ।

শুধু বুমরাহ নন, নারী বিভাগে জুন মাসের সেরা হয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। এবারই প্রথম কোনো দেশের নারী ও পুরুষ ক্রিকেটার আইসিসির একই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন।

মাসসেরার পুরস্কার জেতার পর বুমরাহ বলেন, আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় হতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় কয়েকটি সপ্তাহ কাটানোর পর এটা জিততে পারা আমার জন্য বিশেষ সম্মানের। টুর্নামেন্টে আমরা যেভাবে পারফর্ম করেছি এবং ট্রফি উঁচিয়ে ধরেছি, তা ছিল অবিশ্বাস্য। সেই স্মৃতি চিরকাল বয়ে নিয়ে বেড়াব।

জুনের সেরা খেলোয়াড়ের দৌড়ে থাকা দুজনকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, একই সময়ে চমৎকার পারফরম্যান্সের জন্য আমার অধিনায়ক রোহিত শর্মা ও রহমানউল্লাহ গুরবাজকে অভিনন্দন জানাতে চাই। পরিশেষে, আমার পরিবার, সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। তাদের সমর্থন দেশের হয়ে নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বুমরাহ ৬ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন। এরপর পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে দুর্দান্ত বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। সুপার এইটে তিনি নেন আরও ৬ উইকেট। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ রানে নিয়েছিলেন ২ উইকেট। আর ফাইনালে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জন্য রান তাড়া করে জেতাটা কঠিন করে ফেলেন এবং শেষ পর্যন্ত ১৭ বছর পর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায়।

বুমরাহ টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি এবার আইসিসিরও পুরস্কার পেলেন। এটা তার দ্বিতীয় আইসিসি পুরস্কার। এ নিয়ে কোহলির সমান দুইবার তিনি আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার জিতলেন।