নিজস্ব প্রতিবেদক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের জনগণের শক্তি না থাকায় রোহিঙ্গা বিষয়ে কোনো শক্ত প্রতিবাদ করতে পারে না। তাই এই সরকারকে হটানো না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে।
রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, দেশে ন্যূনতম গণতন্ত্র বলে কিছু নেই। আইন, বিচার, আদালত সবই আছে, তবে তা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জন্য।
তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার পুরো দেশটাকে এক ধরনের আতঙ্কের মধ্যে রেখেছে। রোহিঙ্গা শুধুমাত্র আমাদের দেশের নয় আন্তর্জাতিকভাবেও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, সরকারের জনগণের শক্তি না থাকায় শক্ত হয়ে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিকভাবে কোনো কথা বলতে পারে না। তাই এই সরকারকে হটানো না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়।
বিএনপি নেতা আমীর খসরু বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, চলমান মানবিক ট্র্যাজেডি টেকসই এবং অর্থবহ পদক্ষেপের দাবি রাখে। গণহত্যা ক্লিয়ারেন্স অপারেশনের ছয় বছর অতিবাহিত হলেও রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রত্যাবাসনে অগ্রগতির অব্যাহত অভাব গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। বাস্তবতা হলো, আজ পর্যন্ত একজন রোহিঙ্গা শরণার্থীকেও প্রত্যাবাসন করা যায়নি।
সাবেক এই মন্ত্রী বলেন, দুর্ভাগ্যবশত, প্রত্যাবাসনের পূর্ববর্তী দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। একটি নতুন চুক্তির অধীনে, মিয়ানমার এখন ১১৭৬ রোহিঙ্গাকে একটি পাইলট প্রত্যাবাসন প্রকল্পের অংশ হিসাবে মংডু শহরের মডেল গ্রাম বলে দাবি করে মিয়ানমারের জান্তাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। আমরা এই নতুন প্রত্যাবাসন প্রচেষ্টাকে একটি ফাঁদ হিসেবে উপলব্ধি করি, যা কেবল বিশ্বের ভুলে যাওয়া সংখ্যালঘুদের একটি নিপীড়নকে স্থায়ী করবে।
ইউএস, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, ইউএস এইড, ইউকে এইড, জাইকা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মান, ইরান, সুইডেন, নেদারল্যান্ডসসহ ১৫টি দেশের প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ড. জাহিদুর রহমান। সেমিনার সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।