স্পোর্টস ডেস্ক :
আল নাসরে চলতি মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর ভালো সময় চলছেই। দলটির হয়ে প্রথম মৌসুমটা ভালো না কাটলেও দ্বিতীয় মৌসুমের শুরু থেকেই পর্তুগিজ তারকা আছেন দারুণ ছন্দে। নিজে গোল করে দলকে জেতাচ্ছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আজও সৌদি প্রো লিগে আল তা’য়ির বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোনালদোর আল নাসর। এ ম্যাচেও রোনালদো গোল করেছেন এবং করিয়েছেন। তবে তাঁকে নিয়ে বেশি আলোচনা তালিসকার গোলটিতে অসাধারণ এক অ্যাসিস্টের জন্য। অ্যাসিস্টটিতে যে সবার মন ভরিয়ে দিয়েছেন রোনালদো।
সে সঙ্গে লিগে টানা ৬ষ্ঠ ম্যাচ জিতলো আল নাসর। আট ম্যাচে ৬ জয় এবং ২ হারে আল নাসর রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।
তা’য়ির মাঠে আল নাসর আজ শুরুটা করেছে দারুণ। একের পর এক আক্রমণে স্বাগতিক দলের রক্ষণ করে দিয়েছে এলোমেলো। ম্যাচের শুরুর দিকেই রোনালদোর দুর্দান্ত একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন তা’য়ির গোলকিপার। এ ছাড়া রোনালদোও খুব কাছ থেকে পাওয়া একটি সুযোগ কাজে লাগাতে পারেননি।
এদিকে নিজে গোল করতে না পারলেও সতীর্থ অ্যান্ডারসন তালিসকাকে দিয়ে ম্যাচের ৩২ মিনিটে করিয়েছেন একটি গোল। আর পর্তুগীজ মহাতারকার অসাধারণ এই এসিস্ট নিয়েই আলোচনা হচ্ছে বেশি। প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে বল পেয়ে অসাধারণ এক বাই সাইকেল কিকে রোনালদো তা পাঠিয়ে দেন তালিসকার কাছে। এরপর ব্রাজিলিয়ান এই ফুটবলারের জালের দেখা পেতে কোনো বেগই পেতে হয়নি। ফলে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল নাসের।
দ্বিতীয়ার্ধ্বে প্রথম গোলে দেখা পায় আল তায়িই। ৭৯ মিনিটে আল নাসেরের জালে এক গোল দিয়ে সমতায় ফেরে তারা। গোল করেন ভির্গিল মিসিদইয়ান। তবে এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। মিনিট তিনেক পরেই পেনাল্টি পায় রোনালদোর দল। আর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে আরও একবার এগিয়ে দেন পর্তুগীজ মহাতারকা।
সেই পেনাল্টি থেকেই জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। সাত ম্যাচ খেলে রোনালদোর এটি দশম গোল।