স্পোর্টস ডেস্ক :
হ্যাটট্রিক করার সুযোগ ছিল, সুযোগ ছিল ক্যারিয়ারের ৮৫০ গোলের মাইলফলক ছোঁয়ার। তবে এমন দুটি মাইলফলকের কোনোটাই গতকাল ছোঁয়ার ইচ্ছা জাগল না ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের তৃতীয় পেনাল্টি দিয়ে দিলেন সতীর্থ আবদুলরহমান ঘারিবকে। রোনালদো ম্যাচে আগের দুই গোলও করেছেন পেনাল্টি থেকে।
মঙ্গলবার (২৯ আগস্ট) কিং সৌদ বিশ্ববিদ্যালয় মাঠে পর্তুগিজ তারকার জোড়া গোলের ম্যাচে আল শাবাবকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর। অন্য দুটি গোল করেছেন সুলতান আল ঘানাম ও সাদিও মানে। মানের গোলেও সহায়তা করেছেন রোনালদো। সব মিলিয়ে ম্যাচটা ছিল রোনালদোময়।
ঘরের মাঠে আল নাসরের শুরুটা হয় দুর্দান্ত। এদিন অভিষেক হয় নতুন দলে ভেড়ানো দুই ফুটবলার ওতাভিও ও এমেরিক লাপোর্তের। তাদের অভিষেক ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি পায় রোনালদোর দল। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। কয়েক মিনিট পরই আবারও গোল পান তিনি। তবে আল নাসরের অধিনায়কের হেডে করা গোল ফাউলের কারণে বাতিল হয়, যা নিয়ে তীব্র অসন্তুষ্ট ছিলেন রোনালদো। যদিও গোলের জন্য খুব বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি তাঁর।
ম্যাচের ৩৬তম মিনিটে রোনালদোকে ডি বক্সের ভেতর ফাউল করলে আবার পেনাল্টি পায় আল নাসর। সেখান থেকে গোল করে নিজের জোড়া পূর্ণ করেন পর্তুগিজ তারকা। এর ২ মিনিট পর গোল করান সাবেক বায়ার্ন মিউনিখ তারকা মানেকে দিয়ে। বাঁ দিক থেকে ব্রোজোভিচের দেওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে সেনেগালের এই ফরোয়ার্ডকে খুঁজে নেন রোনালদো। দারুণ শটে জাল খুঁজে নেন সাবেক এই লিভারপুল তারকা। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান কমাতে পারতো আল শাবাব। তবে আল সেবয়ানির নেওয়া শট ঝাপিয়ে ঠেকানোর চেষ্টা করেন আল নাসর গোলরক্ষক। অবশ্য বল ছুটে যায়, তবে এক ডিফেন্ডার সেটি নিয়ন্ত্রণে নিয়ে নেন।
বিরতির পর আগের গতিতেই খেলতে থাকে আল নাসর। ৬২তম মিনিটে ওতাভিওর শট বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রোনালদো স্পট কিক নিতে আমন্ত্রণ করেন আবদুল রহমান ঘারিবকে। এই ফরোয়ার্ড অবশ্য বাঁ দিক দিয়ে বল উড়িয়ে মারেন। যেটি গোলপোস্টে লেগে প্রতিহত হয়।
৭৮তম মিনিটে লাপের্তেকে বাজে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড খান প্রতিপক্ষের বানেগা। লাল কার্ড খেয়ে তিনি মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় আল শাবাব। দুই মিনিট পর রোনালদোর হেড থেকে বল পেয়ে জাল খুঁজে নেন ঘান্নাম। ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।
এমন জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রোনালদো। ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কী দুর্দান্ত স্টেডিয়ামের পরিবেশ। সমর্থকদের সঙ্গে জয় উদ্যাপন করে ভালো লাগছে। দল দারুণ খেলেছে।’
লিগ প্রথম দুই ম্যাচে হারা আল নাসর নিজেদের তৃতীয় ম্যাচে আল ফাতেহর বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল। সে ম্যাচে রোনালদো করেছিলেন হ্যাটট্রিক। সব মিলিয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো (৫)। সবচেয়ে বেশি ‘অ্যাসিস্ট’ও তাঁর (২)।
এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে আছে আল নাসর। সমান ম্যাচ খেলে কোনো জয় না পাওয়া আল শাবাব ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৭ নম্বরে। শীর্ষে রয়েছে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট পাওয়া আল ইত্তিহাদ।