Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টার সময় হাতেনাতে তিন নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- বগুড়ার জয়নাল, নীলফামারীর হাবিবুর রহমান ও হাসান। তারা কেউই নারায়ণগঞ্জের বাসিন্দা না। তারা নাশকতার জন্যই নারায়ণগঞ্জে এসেছিলেন বলে দাবি পুলিশের। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান সময়ের আলোকে বলেন, সারাদেশে চলমান নানা সহিংসতার কারণে নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশ কড়া নিরাপত্তা জোরদার করেছে। এর অংশ হিসেবে আজকে তিন জন নাশকতারকারীতে হাতে নাতে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, রোববার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা ছুড়ে মারে। এ সময় আরও বোমা বিস্ফোরণের চেষ্টা করছিল। ওই সময় আমরা তাদের হাতেনাতে আটক করেছি। আটককৃতদের রাজনীতিক কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৫:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টার সময় হাতেনাতে তিন নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- বগুড়ার জয়নাল, নীলফামারীর হাবিবুর রহমান ও হাসান। তারা কেউই নারায়ণগঞ্জের বাসিন্দা না। তারা নাশকতার জন্যই নারায়ণগঞ্জে এসেছিলেন বলে দাবি পুলিশের। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান সময়ের আলোকে বলেন, সারাদেশে চলমান নানা সহিংসতার কারণে নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশ কড়া নিরাপত্তা জোরদার করেছে। এর অংশ হিসেবে আজকে তিন জন নাশকতারকারীতে হাতে নাতে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, রোববার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা ছুড়ে মারে। এ সময় আরও বোমা বিস্ফোরণের চেষ্টা করছিল। ওই সময় আমরা তাদের হাতেনাতে আটক করেছি। আটককৃতদের রাজনীতিক কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।