Dhaka সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গফরগাঁওয়ের রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে দুর্বৃত্তরা ২০ মিটার রেলের লোহার পাত ও স্লিপার কেটে নিয়ে গেছে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ কারণে করে সোমবার ভোর ৫টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা রেল অবরোধ, বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের মতো কর্মসূচি পালন করছেন। এরই মধ্যে সোমবার ভোরে অজ্ঞাত বিক্ষুব্ধরা সালটিয়া মাঠখোলা এলাকায় রেললাইনের প্রায় ২১ ফুট অংশ তুলে ফেলে।

এসময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন এনে ট্রেনের অন্যান্য বগি আউলিয়ানগর স্টেশনে সরিয়ে নেওয়া হয়।

গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (২৮ ডিসেম্বর) একই স্থানে রেললাইন তুলে ফেলার ঘটনা ঘটেছিল। তখন নাটবল্টু লাগিয়ে লাইন সচল করা হয়। তবে সোমবার (২৯ ডিসেম্বর) রাতের অন্ধকারে কে বা কারা আবারও একই জায়গা থেকে প্রায় ২১ ফুট রেললাইন খুলে ফেলে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, কুয়াশার কারণে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের গতি বেশি হলে প্রাণহানির আশঙ্কা ছিল। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. মোফাখারুল ইসলাম রানা। দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই এবি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের কর্মী-সমর্থকরা আন্দোলনে নামেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর থেকে ওই আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। ওই দিন বেলা ৩টা থেকে আন্দোলন শুরু হওয়ার পর রেললাইনসহ উপজেলা ও পৌর শহরের অন্তত ৩০টি পয়েন্টে আগুন দেয় মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকরা। আতঙ্কে ব্যবসায়ীরা পৌর শহরসহ আশপাশ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে ও রেললাইনে আগুন দেয়। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার বিকেলে গফরগাঁও-ভালুকা সড়ক, গফরগাঁও-কিশোরগঞ্জ সড়ক, নান্দাইল ও ত্রিশালমুখী সড়কে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার (২৮ ডিসেম্বর) আন্দোলনে সকাল থেকে চারবার গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। এতে অন্তত ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর শহরের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেন বিক্ষুব্ধরা।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. মোফাখারুল ইসলাম রানা বলেন, দল এই আসনে যাকে মনোনয়ন দিয়েছে, আমি তার সঙ্গে আছি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিশৃঙ্খলা করছেন এবং রেল আটকে দিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন; দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক ও তার স্ত্রী পাঁচ দিনের রিমান্ডে

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের সময় : ১২:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গফরগাঁওয়ের রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে দুর্বৃত্তরা ২০ মিটার রেলের লোহার পাত ও স্লিপার কেটে নিয়ে গেছে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ কারণে করে সোমবার ভোর ৫টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা রেল অবরোধ, বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের মতো কর্মসূচি পালন করছেন। এরই মধ্যে সোমবার ভোরে অজ্ঞাত বিক্ষুব্ধরা সালটিয়া মাঠখোলা এলাকায় রেললাইনের প্রায় ২১ ফুট অংশ তুলে ফেলে।

এসময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন এনে ট্রেনের অন্যান্য বগি আউলিয়ানগর স্টেশনে সরিয়ে নেওয়া হয়।

গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (২৮ ডিসেম্বর) একই স্থানে রেললাইন তুলে ফেলার ঘটনা ঘটেছিল। তখন নাটবল্টু লাগিয়ে লাইন সচল করা হয়। তবে সোমবার (২৯ ডিসেম্বর) রাতের অন্ধকারে কে বা কারা আবারও একই জায়গা থেকে প্রায় ২১ ফুট রেললাইন খুলে ফেলে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, কুয়াশার কারণে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের গতি বেশি হলে প্রাণহানির আশঙ্কা ছিল। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. মোফাখারুল ইসলাম রানা। দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই এবি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের কর্মী-সমর্থকরা আন্দোলনে নামেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর থেকে ওই আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। ওই দিন বেলা ৩টা থেকে আন্দোলন শুরু হওয়ার পর রেললাইনসহ উপজেলা ও পৌর শহরের অন্তত ৩০টি পয়েন্টে আগুন দেয় মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকরা। আতঙ্কে ব্যবসায়ীরা পৌর শহরসহ আশপাশ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে ও রেললাইনে আগুন দেয়। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার বিকেলে গফরগাঁও-ভালুকা সড়ক, গফরগাঁও-কিশোরগঞ্জ সড়ক, নান্দাইল ও ত্রিশালমুখী সড়কে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার (২৮ ডিসেম্বর) আন্দোলনে সকাল থেকে চারবার গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। এতে অন্তত ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর শহরের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেন বিক্ষুব্ধরা।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. মোফাখারুল ইসলাম রানা বলেন, দল এই আসনে যাকে মনোনয়ন দিয়েছে, আমি তার সঙ্গে আছি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিশৃঙ্খলা করছেন এবং রেল আটকে দিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন; দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।